এইদিন ওয়েবডেস্ক,সম্ভল(ইউপি),০৬ এপ্রিল : ফের নিজের পুরনো দলকে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম(Acharya Pramod Krishnam)। দিল্লি থেকে শুরু করে ছত্রিশগড়, কংগ্রেসের একের পর এক তাবড় নেতা দলত্যাগ করছেন । কংগ্রেস ত্যাগের সর্বশেষ নজির হল ছত্রিশগড়ের বর্ষীয়ান নেত্রী রাধিকা খেরা(Radhika Khera) । তার পদত্যাগের বিষয়ে আজ সোমবার উত্তরপ্রদেশের সম্ভলে (Sambhal) আচার্য প্রমোদ কৃষ্ণমের আশ্রমে গিয়ে তার মতামত জানতে চেয়েছিল সংবাদ সংস্থা এএনআই । ফের তিনি চাঁচাছোলা ভাষায় পুরনো দলকে আক্রমন করে বলেন,’যারা রাষ্ট্রভক্ত,রাম ভক্ত, সনাতনকে মেনে চলে তারা কংগ্রেসে থাকতে পারবে না । ৪ জুন আসতে আসতে অনেক বড় বড় নেতা দল ছাড়বে ৷ কারণ, যে দেশের কথা বলবে, সে কখনো কংগ্রেসের থাকতে পারবে না । হিন্দুস্থানের কথা যে বলবে সে কখনোই কংগ্রেস থাকতে পারবে না। যে পাকিস্তানের গান গাইবে সেই একমাত্র কংগ্রেসের থাকতে পারবে ।’
এর আগে রামমন্দির নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে চাঞ্চল্যকর এক বিবৃতি দিয়েছিলেন আচার্য প্রমোদ কৃষ্ণম । তিনি এএনআই-এর কাছে দাবি করেছিলেন, ‘আমি কংগ্রেসে ৩২ বছরের অধিক সময় কাটিয়েছি । যখন রাম মন্দিরের রায় এল, রাম মন্দিরে নির্মাণ শুরু হল,তখন রাহুল গান্ধী নিজের ঘনিষ্ঠ লোকদের সঙ্গে একটা বৈঠক করেছিল। তার মধ্যে আমেরিকার বাসিন্দা রাহুল গান্ধীর একজন শুভাকাঙ্ক্ষীও ছিল । ওই বৈঠকে রাহুল গান্ধী বলেছিল যে, যদি আমাদের সরকার আসে তাহলে আমরা সুপার পাওয়ার কমিশন তৈরি করে আদালতের দেওয়া রাম মন্দিরের রায় উল্টে দেবো । উনি এটাও বলেছিলেন যেভাবে রাজীব গান্ধীর শাহবানু মামলার রায় উল্টে দিয়েছিলেন, তিন তালাক নিয়ে শাহবানুর মামলার রায় যেভাবে বদলে দেওয়া হয়েছিল, ঠিক সেইভাবে রাম মন্দিরের রায়ও আমরা বদলে দেব । যদি শাহবানুর মামলার রায় বদলে দেয়া যায় তাহলে রাম মন্দিরের রায় কেন বদলানো যাবে না?’
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী কর্মকাণ্ড নিয়ে খোলাখুলি সমর্থন করছিলেন আচার্য প্রমোদ কৃষ্ণম । রাম মন্দির নির্মাণের নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর পাশে এসে দাঁড়ান এবং রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার জলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি কথা বলেন । এ কারণে গত ফেব্রুয়ারি মাসে তাকে ‘দল-বিরোধী মন্তব্যের’ জন্য বহিষ্কার করে কংগ্রেস । কংগ্রেসের তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, ‘দলের বিরুদ্ধে শৃঙ্খলাহীনতার অভিযোগ এবং বারবার প্রকাশ্য বিবৃতি বিবেচনায় নিয়ে, কংগ্রেস সভাপতি উত্তর প্রদেশ কংগ্রেস কমিটির প্রস্তাবকে অনুমোদন করেছেন এবং প্রমোদ কৃষ্ণমকে অবিলম্বে ছয় বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হল ।’ আচার্য প্রমোদ কৃষ্ণম উত্তর প্রদেশের সম্বলে শ্রী কল্কি ধামের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর কয়েকদিন পরেই এই ঘোষণা আসে ।।