এইদিন ওয়েবডেস্ক,কিয়েভ,১৮ মার্চ : রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে ইউক্রেন যাচ্ছে এক হাজার চেচেন যোদ্ধা । বৃহস্পতিবার টেলিগ্রাম পোস্টে এমনই জানিয়েছেন রামযান কাদিরভ । তিনি জানিয়েছেন,তাঁর আত্মীয় আপটি আলাউদ্দিন যোদ্ধাদের ওই দলের নেতৃত্বে রয়েছেন । তাঁরা ইউক্রেনে নাৎসিবিরোধী অভিযানে অংশ নেবে । উল্লেখে,নৃসংসতার জন্য বিখ্যাত চেচেন যোদ্ধারা । মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ আছে তাদের বিরুদ্ধে । তবে অন্যদিকে ইউক্রেন দাবি করেছে,প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যার জন্য পাঠানো চেচেন বাহিনীকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে ইউক্রেনের নিরাপত্তাবাহিনী ।
ডেইলি মেইলের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইউক্রেন রাশিয়ার উপর একটি উল্লেখযোগ্য আঘাত করেছে । রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে হত্যার জন্য প্রেরিত রক্তপিপাসু চেচেন বিশেষ বাহিনীর একটি বড় দলকে হত্যা করেছে ইউক্রেনের নিরাপত্তাবাহিনী । প্রতিবেদনে বলা হয়েছে,রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের দ্বিতীয় দিনে কিয়েভের ঠিক উত্তর-পূর্বে হোস্টোমেলের কাছে স্মিথেরিনে চেচেন রিপাবলিকের সশস্ত্র যোদ্ধাদের ৫৬ টি ট্যাঙ্কের কনভয়কে ক্ষেপণাস্ত্র হামলার উড়িয়ে দিয়েছে ইউক্রেন । চেচেন রাষ্ট্রের প্রধান রমজান কাদিরভের এলিট ফোর্সের কমান্ডার জেনারেল ম্যাগোমেদ তুশায়েভসহ শতাধিক চেচেন যোদ্ধার মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে ।
গত,২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রাশিয়া । তারপর থেকে স্থল, আকাশ ও জলপথে লাগাতার ইউক্রেনের উপর হামলা চালাচ্ছে রাশিয়ান বাহিনী । প্রতিরোধের পাশাপাশি পালটা আক্রমন চালাচ্ছে ইউক্রেন । এদিকে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছেন ৩০ লাখ ইউক্রেনীয় । শুক্রবাত যুদ্ধের ২৩তম দিন । কিন্তু যুদ্ধ থামার কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না ।।