এইদিন ওয়েবডেস্ক,মুরাদাবাদ(উত্তরপ্রদেশ),০৬ নভেম্বর : বাড়ি ফেরার বাস না পাওয়ায় ফিল্মি কায়দায় এক বাইক আরোহীকে থামিয়ে তার বাইক ছিনিয়ে নিয়ে পালানো ৩ যুবক । শুধু বাইকই নয়,বাইক আরোহীর কাছ থেকে কিছু টাকা ও স্মার্ট ফোনটিও তারা ছিনিয়ে নেয় । অবশ্য লুটতরাজ করে পালানোর আগে তারা বাইক আরোহীকে দিপাবলির শুভেচ্ছাও জানিয়ে যায় । গত ৩ নভেম্বর দিপাবলির দিন ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদের মুন্ডাপান্ডে থানা এলাকায় । যদিও শেষ পর্যন্ত বাইকসহ লুটপাটের সামগ্রীসহ দু’জন ধরা পড়ে যায় । তবে তার আগেই চম্পট দেয় তৃতীয়জন ।মুন্ডাপান্ডে থানার ইনচার্জ সঞ্জয় পাঞ্চাল জানিয়েছেন,ধৃতদের নাম পুতিন ও রোহিত । দুজনেই লখিমপুর খেরির মোহম্মদী থানা এলাকার পালিয়ার বাসিন্দা । তারা গাজিয়াবাদের একটি ফার্মে কাজ করে । গত ৩ নভেম্বর দিওয়ালি উদযাপন করতে বাড়ি যাচ্ছিল । কিন্তু বাস না পাওয়ায় তিনজন মিলে বাইকটি ছিনতাই করে । দু’জনকে আদালতে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক । তৃতীয় জনের সন্ধানে তল্লাশি চলছে ।’ পাশাপাশি তিনি জানান,ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া বাইক, মোবাইল ও নগদ ২৮০০ টাকা উদ্ধার করা হয়েছে ।
পুলিশ সুত্রে জানা গেছে,বাইক আরোহী যুবকের নাম শিবম দ্বিবেদী । তিনি গাজিয়াবাদের বিজয় নগর থানা এলাকার বাহাদুর মার্কেট তাজ হাইওয়ের গোলচত্বর এলাকার বাসিন্দা । একটি মোবাইল ফোন কোম্পানির অধীনে ইঞ্জিনিয়ারের কাজ করেন শিবম । দিপাবলির দিন ডিউটি সেরে রাত্রি ১০ নাগাদ তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় ঘটনাটি ঘটে ।
জানা গেছে,গাজিয়াবাদের বিজয়নগর থানা এলাকার ত্রয়ী গোলচত্বরের কাছে যখন শিবম দাঁড়িয়ে ছিলেন,সেই সময় ওই ৩ যুবক তাঁর কাছে আসে । শিবম কিছু বুঝে ওঠার আগেই তাদের মধ্যে একজন ছুরি দেখিয়ে তাঁর বাইক, কাছে থাকা পনের হাজার টাকা ও তাঁর মোবাইল ছিনিয়ে নেয় । এরপর তিনজন রওনা দেন মোরাদাবাদের দিকে । শিবম থানায় গিয়ে ঘটনার কথা পুলিশকে জানায় । অভিযোগ পেতেই তল্লাশি শুরু করে গাজিয়াবাদ পুলিশ ।
পুলিশ সুত্রে জানা গেছে,ইতিমধ্যে ওই ৩ জন বাইক নিয়ে মোরাদাবাদে পৌঁছে যায় । কিন্তু বাইক আরোহীদের মাথায় কোনও হেলমেট ছিল না । তাই মোরাদাবাদে রোডওয়েজ পুলিশ পোস্টের কাছে
ট্রাফিক পুলিশ বাইকটি থামিয়ে হেলমেট ছাড়া বাইক চালানোর জন্য একটি ই-চালান করে দেয় । শিবমের ভাই হিমাংশুর মোবাইলে ই-চালাননের মেসেজ পৌঁছে যায় । কারন বাইকটি হিমাংশুর নামে ছিল । এদিকে মেসেজ পেতেই হিমাংশু সঙ্গে সঙ্গে মোরাদাবাদের এসপি ট্রাফিক অশোক কুমারকে তার ভাইয়ের কাছ থেকে বাইকটি ছিনতাইয়ের কথা জানান । এসপি ট্রাফিক অশোক কুমারও ট্রাফিক পুলিশের পাশাপাশি থানাকে বিষয়টি জানিয়ে উপযুক্ত নির্দেশ দেন । শেষ পর্যন্ত মুন্ডাপান্ডে থানা এলাকায় চেকিংয়ে ধরা পড়ে যায় দু’জন । উদ্ধার হয় বাইকসহ ছিনতাই হওয়া সামগ্রী । তবে তৃতীয় বাইক আরোহী পালিয়ে যেতে সক্ষম হয় ।
পুলিশের জেরায় ধৃতরা জানিয়েছে, তারা বাড়ি ফেরার বাস পায়নি । তাই গাজিয়াবাদে ওই বাইক চালককে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে তার বাইকটি কেড়ে নিয়ে তিনজনই সেই বাইকে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল ।।
ছবি : মুরাদাবাদ পুলিশের ট্যুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত ।