এইদিন ওয়েবডেস্ক,নোয়াখালী,১৪ মার্চ : বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংখ্যা এক শতাংশের অনেক নিচে । নামমাত্র যে সমস্ত পরিবার রয়ে গেছে তারা নিয়ত সংখ্যাগুরু মুসলিমদের অত্যাচারের শিকার হচ্ছে । এবার বাংলাদেশের নোয়াখালীর সেনবাগের কানকির হাট বড়ুয়া পাড়ার বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবারগুলির যাতায়তের রাস্তা দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠল স্থানীয় এক জিহাদি ভূমিদস্যুর পরিবারের বিরুদ্ধে । বলা হচ্ছে,প্রায় দুই শতাধিক বছর ধরে রাস্তাটি ব্যবহার করে আসছে ওই বৌদ্ধ পরিবারগুলি । কিন্তু প্রবাসী লোকমান হোসেনের নির্দেশে রাস্তাটি দখল করে করগেট দিয়ে ঘর নির্মাণ করে নিয়েছে তার মদতপুষ্ট দূষ্কৃতীরা । এমনকি সংখ্যালঘু পরিবারগুলিকে ভয় দেখাতে সেখানে দুই শতাধিক সশস্ত্র জিহাদি নিয়মিত টহল দিচ্ছে । এখন রাস্তা ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করছে বড়ুয়া এলাকায় বসবাসকারী অসহায় পরিবারগুলি ।
ঘটনার বিবরণে জানা গেছে,বড়ুয়া এলাকার বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবারগুলির যাতায়াতের মূল রাস্তার ঠিক সামনে মাত্র ০.০২৫ শতক জায়গা ৩-৪ মাস আগে কৌশলে কিনে নেয় লোকমান হোসেন ও তার পরিবার । পূর্ববর্তী মালিক ওই ছোট্ট জায়গায় কিছু করতে না পেরে ফেলে রাখছিল । নিরীহ বড়ুয়া পরিবারগুলিকে জব্দ করতে চড়া দাম দিয়ে কিনে নেয় লোকমান হোসেনরা । অর্থের বিনিময়ে রাতারাতি খতিয়ান করে তারা গায়ের জোরে রাস্তা বন্ধ করে দেয় ।
রিপোর্ট অনুযায়ী,লোকমান হোসেনের নেতৃত্বে কিছু সন্ত্রাসবাদী রাতের অন্ধকারে সংখ্যালঘু বড়ুয়াদের উপর হামলা চালায় । তাদের ব্যাপক মারধর করে । এমনকি মহিলাদের পণবন্দি করে রেখে রাস্তাটি জোর করে বন্ধ করে দেয় । আক্রান্ত পরিবারগুলি ৯৯৯-এ কল করেও কোনো লাভ হয়নি । কারন পুলিশ আসেনি । পুলিশের দাবি রাস্তা বন্ধ থাকবে। রাস্তা খুলতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশর প্রয়োজন ।পরে স্থানীয় বৌদ্ধরা মানবন্ধন করে,এমনকি ইউএনও ও ডিসির কাছে অভিযোগ জানায় । কিন্তু এযাবৎ রাস্তা খুলে দেয়ার জন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি ।
জানা গেছে,কানকির হাট গ্রামে ৩৫ টি বড়ুয়া পরিবারের বসবাস । এখন রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় স্কুলের ছাত্রছাত্রীসহ গ্রামবাসীদের চরম দূর্ভোগ পড়তে হচ্ছে । আশপাশের বাড়ির বাগান ও উঠান দিয়ে প্রায় ২ কিমি রাস্তা ঘুরে তাদেরকে যাতায়াত করতে হচ্ছে । এদিকে প্রতিদিন ২০০-২৫০ সশস্ত্র জিহাদি বাহিনী এলাকায় টহল দিচ্ছে । তারা রাস্তা ব্যবহারের চেষ্টা হলে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে । ফলে চরম আতঙ্কের মধ্যে আছে ওই অসহায় পরিবারগুলি । সম্প্রতি ঢাকায় তেলেগু হিন্দু পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা না করেই উচ্ছেদ করে দিয়েছে শেখ হাসিনা সরকার । এখন নোয়াখালীর সেনবাগের কানকির হাট বড়ুয়া পাড়ার বাসিন্দাদের আশঙ্কা তাঁদেরও হয়তো পৈতৃক ভিটে থেকে উচ্ছেদ করে দেওয়া হতে পারে ।।