এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২২ মে : বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় দুই ভাই সহ মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) । মঙ্গলবার কর্ণাটক, তেলেঙ্গানা সহ ৪ টি রাজ্যে ১১ টি জায়গায় অভিযান চালিয়ে ১১ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে । গ্রেপ্তার হওয়া ১১ জন সন্ত্রাসবাদীর মধ্যে ২০১২ সালের বেঙ্গালুরু এবং হুবলি জেলায় লস্কর-ই-তৈবা (LeT) ষড়যন্ত্র মামলায় কয়েকজন যুক্ত বলে জানতে পেরেছে তদন্তকারী দল । অভিযানে ডিজিটাল সরঞ্জাম ও নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে । বাণিজ্যিক শহর হুবলিতে অভিযান চালিয়ে যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে সেই শোয়েব মির্জা ও তার ভাই আজিজ আহমেদ মির্জাকে কসাবাপেট থানার হেফাজতে নেওয়া হয়েছে । জানা গেছে যে রামেশ্বরম ক্যাফে বোমা বিস্ফোরণ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এনআইএ আধিকারিকরা দুই অভিযুক্তকে ব্যাঙ্গালোরে নিয়ে গেছে।
রামেশ্বরম ক্যাফে বোমা বিস্ফোরণ মামলায় জড়িত অন্যান্য ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে জাতীয় তদন্তকারী দল চারটি রাজ্য কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের ১১ টি স্থানে একযোগে তল্লাশি অভিযান পরিচালনা করে মঙ্গলবার ।।

