এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০২ সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের লখনউয়ের রাম মনোহর লোহিয়া আইন বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সন্দেহজনক পরিস্থিতিতে মৃত্যু হয়েছে। ছাত্রীর নাম আনিকা রাস্তোগি (১৯)। তিনি বিএ এলএলবি তৃতীয় বর্ষের ছাত্রী ছিল। আনিকাকে বিশ্ববিদ্যালয়ের গার্লস হোস্টেলে নিজ কক্ষের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
গত ৩১ আগস্ট শনিবার রাতে আনিকা যথারীতি তার ঘরে ঘুমতে চলে যায় । কিছুক্ষণ পর তার রুমমেট আসে । কিন্তু আনিকা দরজা খোলেনি । হোস্টেলের অন্য মেয়েরাও জড়ো হয়ে যায় । সবাই ডাকাডাকি করার পরেও কোনো সাড়া মেলেনি। শেষে ওয়ার্ডেনের নির্দেশে রুমের দরজা ভাঙা হয়। ভেতরে গিয়ে দেখা যায়, আনিকা অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এরপর আনিকাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত ছাত্রী আইপিএস সন্তোষ রাস্তোগির মেয়ে। সন্তোষ বর্তমানে দিল্লিতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে (এনআইএ) আইজি পদে রয়েছেন। আনিকার পরিবার নয়ডায় থাকে। ছাত্রীর মৃত্যুর খবর পেয়ে পরিবারের সবাই লখনউ পৌঁছেছেন। পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। লাশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে আশিয়ানা থানা পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, নিহত ছাত্রীর পরিবারকে ঘটনাটি জানানো হয়েছে। এই ঘটনার গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। শিগগিরই মৃত্যুর কারণ জানা যাবে।।