এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৯ ডিসেম্বর : কর্ণাটকের বেঙ্গালুরু ও বেল্লারি সহ চারটি রাজ্যের অন্তত ১৯ টি স্থানে একযোগে অভিযান চালিয়ে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস)-এর ৮ জন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) । ধৃত সন্ত্রাসীদের সর্দার হল মিনাজ ওরফে মোহাম্মদ সুলাইমান । তাকে কর্ণাটকের বেল্লারির কৌলবাজার থেকে গ্রেফতার করা হয় । বাকিদের নাম সৈয়দ সমীর,মহম্মদ মুনিরুদ্দিন, সৈয়দ সামিউল্লাহ ওরফে সামি,মহম্মদ মুজাম্মিল,আনাস ইকবাল শেখ,শায়ান রেহমান ওরফে হুসেন,মোহাম্মদ শাহবাজ ওরফে জুলফিকার ওরফে গুড্ডু । ওই সাত সন্ত্রাসীকে মহারাষ্ট্রের অমরাবতী, মহারাষ্ট্রের মুম্বাই,পুনে, দিল্লি, জামশেদপুর,বেল্লারি এবং বোকারো থেকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের মধ্যে মুনিরুদ্দিন, সামিউল্লাহ এবং মুজাম্মিল কর্ণাটকের বেল্লারির বাসিন্দা বলে জানা গেছে ।
ধৃতদের কাছ থেকে সালফার, পটাসিয়াম নাইট্রেট, কাঠকয়লা, গানপাউডার, চিনি এবং ইথানলের মতো বিস্ফোরক তৈরির কাঁচামাল, ধারালো অস্ত্র, নগদ অর্থ এবং অপরাধমূলক নথির পাশাপাশি স্মার্টফোন এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছে এনআইএ । এনআইএ-এর আধিকারিক ডাঃ জি পরমেশ্বর বলেন,’অভিযুক্তরা নাশকতা চালানোর জন্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করে ব্যবহার করার পরিকল্পনা করেছিল । যদিও তাদের সেই পরিকল্পনা বানচাল করে দেওয়া হয়েছে ।
উল্লেখ্য,চলতি বছরের ১৪ ডিসেম্বর, এনআইএ আইএসআইএস-অনুপ্রাণিত ‘বেল্লারি মডিউল’-এর বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করে । তারই ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে এনআইএ জানতে পারে যে ধৃতরা আইএসআইএস অপারেটর মিনাজের নেতৃত্বে সন্ত্রাসবাদ এবং আইএসআইএস-এর সন্ত্রাস সম্পর্কিত কার্যকলাপ প্রচারে সক্রিয়ভাবে জড়িত রয়েছে । তারা সহিংস জিহাদ, খিলাফতের পথ অনুসরণ করে, তারা এনক্রিপ্ট করা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ক্রমাগত একে অপরের সাথে যোগাযোগ করে। নিয়োগের জন্য কলেজ ছাত্রদের টার্গেট করে এবং জিহাদের উদ্দেশ্যে মুজাহিদীনদের নিয়োগ সংক্রান্ত নথিও প্রচার করছে । এরপর সোমবার কর্ণাটক সহ একাধিক রাজ্যের ১৪ টি জায়গায় একযোগে অভিযান চালায় এন আই এ ।।