এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৫ জুন : মালদা টাউন রেলস্টেশনে ট্রেনের কামরা থেকে উদ্ধার হল সদ্যজাত শিশুকন্যা । বৃহস্পতিবার রাতে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা জামালপুর-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসের একটি ফাঁকা বগিতে ওই শিশুকন্যাকে কাপড়ে মোড়া অবস্থায় দেখতে পান রেলে বিভাগের এক সাফাইকর্মী । পরে শিশুটিকে উদ্ধার করে মালদা রেলস্টেশনের চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয় । রাতেই শিশুয়িকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে মালদা টাউন স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে এসে দাঁড়ায় জামালপুর- মালদা ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি । সমস্ত যাত্রী নেমে যাওয়ার পর ট্রেনটি যখন প্লাটফর্মে দাঁড়িয়ে ছিল সেই সময় এক সাফাই কর্মী ডি-৫ কামরায় সাফাইয়ের কাজে যান । পরে তিনি শৌচাগারের পাশে দরজার কাছের সিটে কাপড় মোড়ানো কিছু পড়ে থাকতে দেখেন । তিনি কাছে গিয়ে কি আছে বুঝতে না পেরে কাপড় সরালে ওই শিশুটিকে ঘুমন্ত অবস্থায় দেখতে পান । কেউ শিশুটিকে ভূল বশত ফেলে গেছে মনে করে ওই সাফাইকর্মী কম্পার্টমেন্টের বাইরে এসে অনেকক্ষন ধরে ডাকাডাকি করেন । কিন্তু শেষ পর্যন্ত কেউ শিশুটির খোঁজ নিতে না এলে তিনি চাউল্ড লাইনে ফোন করে বিষয়টি জানান ।
রেলওয়ে চাইল্ড লাইনের কো অর্ডিনেটর শ্যামল মণ্ডল বলেন, ‘বৃহস্পতিবার সাড়ে ন’টার সময় চাইল্ড লাইনের নম্বর(১০৯৮) থেকে আমাদের কাছে কল আসে । বলা হয় ২ নম্বর প্লাটফর্মে জামালপুর-মালদা ইন্টারসিটি এক্সপ্রেসে একটি সদ্যজাত বাচ্ছা আছে । তারপর আমরা রেলওয়ে চাইল্ড লাইন থেকে গিয়ে দেখি একটি শিশুকন্যা কাপড়ে মোড়া অবস্থায় ঘুমচ্ছে । আমরা বাচ্ছাটিকে নিয়ে আসি । পাশাপাশি যে সাফাই কর্মী আমাদের ফোন করেছিলেন, তাঁকেও সঙ্গে করে নিয়ে আসা হয় ।’
তিনি বলেন, ‘উদ্ধার হওয়া শিশুকন্যার বয়স ১০-২০ দিনের মত হবে । শিশুটিকে নিয়ে আসার পর চাইল্ড হেলথ গ্রুপে এনিয়ে আলোচনা হয় । তারপর কোনও পরিবার শিশুটিকে নিয়ে যায় কিনা দেখার জন্য স্টেশনের মাইকে কিছুক্ষন ধরে ঘোষণা করা হয় । কিন্তু কেউ শিশুটির খোঁজ নিতে আসছে না দেখে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়েছে ।’ পাশাপাশি তিনি বলেন, ‘কন্যাসন্তান হওয়ার কারনেই কেউ ইচ্ছা করে বাচ্ছাটিকে ফেলে গেছে বলে আমাদের অনুমান ।’।