দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৮ মে : প্রতিবেশী কাকার বিরুদ্ধে গাছপালা নষ্ট করার অভিযোগ, আর তার প্রতিবাদ করতে গিয়ে কাকা ও তার পরিবারের লোকজনদের হাতে বেদম মার খেতে হল এক দম্পতিকে । সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার জাগেশ্বরডিহি গ্রামে । গুরুতর জখম বিকাশ চন্দ্র ঘোষ ও টুটুল মণ্ডল ঘোষ নামে ওই দম্পতিকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা গেছে,জাগেশ্বরডিহি গ্রামের বাসিন্দা বিকাশ ঘোষ বরমপুর গ্রামে এক ব্যক্তির অধীনে কাজ করেন । বাড়িতে রয়েছে স্ত্রী টুটুলদেবী, বৃদ্ধা মা প্রতিমাদেবী এবং বিকাশবাবুর বছর সাতেকের এক কন্যাসন্তান । বাড়ি সংলগ্ন একটা মুদিখানা দোকান রয়েছে বিকাশবাবুদের । ওই দোকানটি মূলত টুটুলদেবীই চালান ।
জানা গেছে,বিকাশ ঘোষেদের সঙ্গে তার প্রতিবেশী সম্পর্কীয় কাকার দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । তার জেরে ওই কাকা বিকাশবাবুদের লাগানো গাছপালা নষ্ট করে দেয় বলে অভিযোগ । প্রতিমাদেবী জানান, বাড়ির পাশে একটা পুকুর পাড়ে কিছুটা জায়গা রয়েছে তাদের । সেখানে সজনে সহ বিভিন্ন গাছপালা লাগিয়েছেন তার ছেলে । এছাড়া বাড়িতে পাতিলেবুসহ বিভিন্ন ফলের গাছও রয়েছে । তাঁর অভিযোগ,’বহুদিন ধরেই আমাদের ওই প্রতিবেশী ব্যক্তি ছেলের লাগানো গাছপালা অকারণ নষ্ট করে দিচ্ছে ৷ পুকুর পাড়ে সজনে গাছ ভেঙে দিয়েছে । এমনকি ঝামেলা পাকানোর উদ্দেশ্যে বাড়ির পাতিলেবু গাছ থেকে লেবু ছিঁড়ে নষ্ট করে দেয় । এতদিন আমরা কিছু বলিনি । কিন্তু এদিন ওই ব্যক্তির এই প্রকার অত্যাচার সহ্য করতে না পেরে আমার ছেলে ও বউমা প্রতিবাদ করে । আর সেই অপরাধে প্রতিবেশী পরিবারের লোকজন জড়ো হয়ে আমার ছেলে বউমার উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করে ।’
স্থানীয় সূত্রে খবর,এদিন সকালে প্রতিবেশী ব্যক্তি বিকাশ ঘোষের বাড়ির লেবু গাছের লেবু ছিঁড়ে নষ্ট করে দিলে দুই পরিবারের মধ্যে তুমুল বচসা শুরু হয়
। তারই মাঝে প্রতিবেশী পরিবারের লোকজন বিকাশ ঘোষ ও তার স্ত্রী টুটুলদেবীকে রাস্তায় ফেলে এলোপাথাড়ি কিল, চড়, ঘুষি, লাথি মারে বলে অভিযোগ । মারধরের পর তারা পালিয়ে গেলে অনান্য প্রতিবেশীরা জখম দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে । এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আহত বিকাশ ঘোষের মা ।।