এইদিন স্পোর্টস নিউজ,০৮ সেপ্টেম্বর : ভারতের প্যারা জ্যাভলিন নিক্ষেপকারী নভদীপ সিং (Navdeep Singh) প্যারালিম্পিকে পুরুষদের জ্যাভলিন থ্রো F41 ইভেন্টে ব্যক্তিগত সেরা পারফরম্যান্সের মাধ্যমে স্বর্ণপদক জিতেছেন। নবদীপ তার তৃতীয় প্রচেষ্টায় ৪৭.৩২ মিটার থ্রো করেছিলেন যা ছিল তার সেরা থ্রো। ভারত প্যারালিম্পিকে ৭ টি স্বর্ণ, ৯ টি রৌপ্য এবং ১৩ টি ব্রোঞ্জ পদক সহ ২৯ টি পদক জিতেছে । প্যারালিম্পিকের ইতিহাসে ভারতের এটা সর্বকালের সেরা পারফরম্যান্স। টোকিও প্যারালিম্পিকে পাঁচটি স্বর্ণসহ মোট ১৯টি পদক জিতেছিল ভারত ।
ফাউল দিয়ে শুরু করে, নবদীপ তার দ্বিতীয় প্রচেষ্টায় ৪৬.৩৯ মিটার থ্রো করেন। তবে তৃতীয় প্রয়াসে তিনি সবাইকে ছাপিয়ে প্যারালিম্পিক রেকর্ড গড়েন । কিন্তু ইরানের বেইট সায়াহ সাদেগ পঞ্চম প্রয়াসে ৪৭.৬৪ মিটার ছুঁড়ে নভদীপকে এগিয়ে একটি নতুন প্যারালিম্পিক রেকর্ড গড়েন । তাই প্রাথমিকভাবে রৌপ্যপদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় নভদীপকে । কিন্তু বেইট সায়াহ সাদেগকে অযোগ্য ঘোষণা করায় স্বর্ণপদক চুম্বন করেন নবদীপ। এবার জ্যাভলিন নিক্ষেপে ভারতের হয়ে রেকর্ড পদক। হ্যাঁ, এই প্রথম ভারত প্যারালিম্পিকে জ্যাভলিন থ্রোতে পদক জিতেছে।
নভদীপ প্যারালিম্পিক রেকর্ড থ্রোতে স্বর্ণপদক জিতেছে, আর চীনের সান পেং জিয়াং ৪৪.৭২ মিটার সেরা থ্রো করে রৌপ্য পদক জিতেছে। ইরাকের ওয়াইল্ডেন নুখাইলাউই ৪০.৪৬ মিটার দূরত্ব ছুড়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন ।।