এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৯ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দুই দেশের মধ্যে যৌথ সহযোগিতা সম্প্রসারণের পক্ষে সায় দিয়েছেন । সৌদি আরবের ভাস বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী,বৃহস্পতিবার দু’দেশের দুই শীর্ষ নেতার ফোনে কথোপকথন হয় । দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের কাঠামোর মধ্যে স্বতন্ত্র সম্পর্ক, বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান যৌথ সহযোগিতা প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় । যদিও এই টেলিফোন কথোপকথন সম্পর্কে আরো বিস্তারিত প্রকাশ করা হয়নি ।
সাম্প্রতিক বছরগুলিতে, ভারত এবং সৌদি আরবের মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা এবং সামরিক সম্পর্ক প্রসারিত হয়েছে । গত বছরের শুরুতে সৌদি আরবের জলসীমায় ভারত ও সৌদি আরবের মধ্যে নৌমহড়া অনুষ্ঠিত হয় ।ভারত সৌদি আরবের দ্বিতীয় বাণিজ্য অংশীদার এবং দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রতি বছর ৪০ বিলিয়ন ডলারের বেশি পৌঁছেছে ।।