এইদিন ওয়েবডেস্ক,মান্দসৌর,০৭ সেপ্টেম্বর : হিন্দু ধর্মের প্রতি অটল বিশ্বাস এবং শ্বশুরবাড়ির অত্যাচারে অতিষ্ঠ হয়ে দুই ছেলেকে নিয়ে হিন্দু ধর্মে ধর্মান্তরিত হলেন মধ্যপ্রদেশের মান্দসৌর জেলার ধমনার গ্রামের বাসিন্দা মহিলা মেহনাজ (৩০) । গত বুধবার মন্দসৌরের গায়ত্রী মন্দিরে দুই ছেলে মহম্মদ ফাইজান শেখ(১২) এবং ফারান শেখকে(১০) সঙ্গে নিয়ে শুদ্ধিকরণের পর তিনি হিন্দু ধর্মে ধর্মান্তরিত হয়েছেন । ধর্মান্তরিত হওয়ার পর মেহনাজের নাম হয়েছে মীনাক্ষী, আর দুই সন্তানেরই নাম রাখা হয়েছে লব ও কুশ। মীনাক্ষী বলেছেন,’আমি আমার পরিবারের দ্বারা হয়রানির শিকার হয়েছি, যেখানে ইউটিউব এবং অন্যান্য জায়গায় দেখা দেখেছি যে সনাতন ধর্মে মহিলাদের সম্মান দেওয়া হয়, পরিবারে তাদের সম্মান দেওয়া হয়। এতে প্রভাবিত হয়ে আমি হিন্দু সংগঠনের লোকদের সাথে যোগাযোগ করি এবং সনাতন ধর্ম গ্রহণ করেছি ।’
তথ্য অনুযায়ী, প্রায় ১৫ বছর আগে ধানমার বাসিন্দা ইরফান খানের সঙ্গে মেহনাজের নিকাহ হয় । মেহনাজের বাবা আব্দুল রশিদ একজন কৃষক। শুরুতে সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু পরে স্বামী ও শাশুড়ির আচরণে পরিবর্তন আসে। ছোটখাটো বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তিনি বলেন, ‘আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হত এবং সামান্য বিষয়ে মারধর করত । আমি আমার বাবার কাছে বিষয়টি উল্লেখ করলে তিনি বলেন, এটা তোমাদের পারিবারিক বিষয় । শ্বশুরবাড়ি ও বাপের বাড়িতে, কোথাও আমায় সম্মান দেওয়া হয়নি । অন্যদিকে হিন্দু ধর্মে নারীরা সম্মানিত । যার কারণে আমি খুব প্রভাবিত হয়েছিলাম, তাই আমি সনাতন ধর্ম গ্রহণ করেছি। এখন আমার পরিবারের কিছু বলার নেই ।’
হিন্দু যুববাহিনীর রাজ্য ইনচার্জ চৈতন্য সিং রাজপুত জানিয়েছেন, প্রায় দুই থেকে তিন মাস আগে মেহনাজ ঘর বাপসি করার জন্য যোগাযোগ করেছিলেন। সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে, মেহনাজ এবং তার দুই ছেলেকে গায়ত্রী মন্দিরে যথাযথ পূজার্চনার মধ্য দিয়ে ঘর বাপসি করা হয়। মীনাক্ষী এবং তার দুই ছেলে লব ও কুশ বাড়ি ফিরে খুব খুশি। রাজপুত জানান, এখন পর্যন্ত তিনি ৪০ জন নারী, ৫ জন পুরুষ ও দুই শিশুকে আইনি প্রক্রিয়া অনুসরণ করে ঘর বাপসি করেছেন এবং যারা ঘর বাপসি করেছেন তারা সবাই সুখী জীবনযাপন করছেন ।
বুধবার সকালে মন্দসৌরের গায়ত্রী মন্দিরে এই উপলক্ষে প্রায় দেড় ঘণ্টা মন্ত্র জপ করার পর সনাতন ধর্মে দীক্ষিত হন মেহনাজ । এ উপলক্ষে গায়ত্রী মন্দিরে বৈদিক মন্ত্রসহ দুধ, দই, মধু, গঙ্গাজল,ও গোমূত্র দিয়ে স্নান করানো হয় মহিলা ও তাঁর দুই ছেলেকে। উভয় পুত্রই মায়ের সাথে পূজা ও আরতি করে সনাতন ধর্ম গ্রহণ করে ৷।