এইদিন ওয়েবডেস্ক,দার্জিলিং,১১ জানুয়ারী : দার্জিলিং জেলার খড়িবাড়ী থানা এলাকায় এক হিন্দু কিশোরীর পিছু ধাওয়া করে ধর্ষণ-খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় দুই মুসলিম যুবকের বিরুদ্ধে । গত ৯ জানুয়ারী এনিয়ে কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে বলে হিন্দু ভয়েসের এক্স-এ হ্যান্ডেলে জানানো হয়েছে । ধৃতদের মুহাম্মদ শামীম ও মুহাম্মদ সিদ্দিক বলে চিহ্নিত করা হয়েছে ।
ওই এক্স হ্যান্ডেলে কিশোরী বাবার দায়ের করা অভিযোগপত্রটি শেয়ার করা হয়েছে । খড়িবাড়ী থানার প্রেতাজোত এলাকার বাসিন্দা ওই ব্যক্তি পুলিশকে জানিয়েছেন অভিযুক্তরা হল, প্রেতাজোত এলাকার বাসিন্দা মহম্মদ রফিকের ছেলে মহম্মদ শামিম এবং একই এলাকার মহম্মদ ভেলুর ছেলে মহম্মদ সিদ্দিক ।
অভিযোগে তিনি জানান, ‘০৯/০১/২০২৫ তারিখ বিকাল অনুমান ৫-৩০ মিঃ নাগাদ আমার নাবালিকা মেয়ে টিউশন পড়ে বাড়ি ফিরছিল । পথে বড় মসজিদের সামনে থেকে বর্ণিত বিবাদীরা মেয়ের পিছু নেয়। বিবাদীদ্বয় মেয়েকে উদ্দেশ্য করে অশ্লীল কথাবার্তা বলিতে থাকে। তারা তার মেয়ের দুই পাশে ঘিরে হাটতে থাকে। মেরে প্রতিবাদ করিলে বিবাদীদ্বয় মেয়েকে ধর্ষণ করিয়া হত্যা করিবে বলিয়া শাসায় । বিবাদীদ্বয় এই ভাবে আমার মেয়েকে ঘিরিয়া অন্ধকারে প্রেতাজোত প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পর্যন্ত ধাওয়া করে। তৎপর আদরি মেয়ে বাড়ি ফিরিরা ফুপাহতে ফুপাইতে কাদিতে থাকে। তারপর আমার মেয়ে বাড়ি ফিরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে । তারপর মেয়ের মুখ থেকে ঘটনার কথা জানতে পেরে আপনার দ্বারস্থ হলাম ।’ হিন্দু ভয়েস জানিয়েছে,’পুলিশ অভিযুক্ত ইসলামপন্থী মুহাম্মদ শামীম এবং মুহাম্মদ সিদ্দিককে গ্রেপ্তার করেছে যারা একটি নাবালিকা হিন্দু মেয়েকে (১৬) টার্গেট করেছিল এবং হুমকি দিয়েছিল ।’ জানা গেছে,বৃহস্পতিবার রাতে অভিযোগ দায়ের হতেই ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ । শুক্রবার তাদের আদালতে পাঠানো হয় । এদিকে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় । দুই অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে আক্রান্ত কিশোরী, তার পরিবার এলাকার বাসিন্দারা ।।