এইদিন ওয়েবডেস্ক,ভাদোদরা,০১ জুন : দেশ জুড়ে লাভ জিহাদের ঘটনা ক্রমশ বেড়েই চলেছে । এবারে লাভ জিহাদের শিকার হলেন গুজরাটের ভাদোদরায় এক সন্তানের মা । মহম্মদ হোসেন নামে এক মুসলিম যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও জোর করে ধর্মান্তরিত করার অভিযোগ তুলেছেন ওই মহিলা । এই বিষয়ে নবপুরা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি । মহিলার অভিযোগ,মহম্মদ হুসেন তাকে জোর করে মাজারের জল পান করিয়ে ধর্মান্তরিত করেছিল । এছাড়াও অভিযুক্ত মহম্মদের বিরুদ্ধে নগদ টাকা ও গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি । মহিলার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মহম্মদ হোসেনকে গ্রেফতার করে পরবর্তী ব্যবস্থা নেয় পুলিশ ।
অন্যদিকে গুজরাটের ভাপি রেলস্টেশনের কাছে গীতা নগর পুলিশ পোস্টের সামনে একজন হিন্দু মহিলার সাথে অশ্লীল আচরণ করার অভিযোগ উঠেছে আরিফ সৈয়দ নামে একজন রিকশাচালকের বিরুদ্ধে । সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ । পুলিশ অভিযুক্ত আরিফ সৈয়দকে গ্রেপ্তার করে ।
জানা গেছে, অভিযোগকারী মহিলা মূলত সেলবাসের বাসিন্দা এবং তিনি পেশায় একজন রিকশাচালক । ঘটনার দিন ওই মহিলা সেলওয়াস থেকে রিকশায় করে ভাপি রেলস্টেশনে এসেছিলেন। ভাপির রিকশাচালক আরিফ তাকে দেখে ব্যাঙ্গ বিদ্রুপের পাশাপাশি অশ্লীল অঙ্গভঙ্গি করতে শুরু করে । ওই মহিলাকে কোনো সাড়াশব্দ না দিয়ে নিজের মোবাইল ক্যামেরায় সেই দৃশ্য রেকর্ড করে রাখেন । পরে ভাপি টাউন থানায় তিনি একটি অভিযোগ দায়ের করেন । এরপর পুলিশ আরিফ সৈয়দকে পাকড়াও করে মহিলার কাছে ক্ষমা চাওয়া করায় । এমনকি সর্বসমক্ষে তাকে কান ধরে ওঠবস করায় পুলিশ ।।
তথ্যসূত্র ও ছবি : ভিটিভি গুজরাটি ।