এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম,১৮ জানুয়ারী : ‘মোদি বেইমান প্রধানমন্ত্রী । কোন কথা রাখে নি ।আর বলছে বাংলাকে সোনার বাংলাকে করবো।আগে গুজরাটকে সোনার গুজরাট করে দেখাও।সেখানে তো পারো নি।’সোমবার পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম-২ ব্লকের গেরাই হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেসের জনসভায় যোগ দিয়ে এই ভাষাতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমন করেন বীরভূম জেলার তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি তিনি বলেন, ‘বিজেপি কৃষকের জন্য,দিনমজুরের জন্য,বেকারের জন্য কিছুই করেনি।বাংলার জন্য কিছুই করে নি।রবীন্দ্রনাথকে সম্মান করে না।রবীন্দ্রনাথকে বলা হয় বহিরাগত। বলা হচ্ছে শান্তিনিকেতনে নাকি রবীন্দ্রনাথের জন্ম।”পাশাপাশি অনুব্রত বলেন,”বিজেপি কৃষকের জন্য,দিনমজুরের জন্য,বেকারের জন্য কিছুই করেনি।বাংলার জন্য কিছুই করে নি।রবীন্দ্রনাথকে সম্মান করে না।রবীন্দ্রনাথকে বলা হয় বহিরাগত। বলা হচ্ছে শান্তিনিকেতনে নাকি রবীন্দ্রনাথের জন্ম।”
প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূলের নেতাদের ‘মুখোশধারী’ বলেছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় । সভা শেষে এনিয়ে সাংবাদিকরা অনুব্রত মন্ডলের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কটাক্ষের সুরে বলেন, ‘ সকালে এই লোক। রাতে এই লোক। মেয়েরা তো বার বার লোক চেঞ্জ করে না। মা বাবারা যাকে ধরে দেয় তাকেই ধরে থাকে। কিন্তু আজকে এই হাত ধরছে তো কালকে ওই হাত ধরছে। কত হাত আর ধরবে!হাত ধরার আর শেষ নেই।”
পাশাপাশি এদিনের সভায় অনুব্রত দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন ‘মানুষকে পরিষেবা দিন।কাউকে খ্যাক খ্যাক করবেন না।মানুষের উপকার করুন। মানুষ পাশে থাকবেন ।’ এদিন অনুব্রত মন্ডল ফের দাবি করেন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল ২২০ থেকে ২৩০ টা আসন পাবে ।
সোমবার আউশগ্রাম-২ ব্লক তৃণমূলের ডাকে গেরাই হাইস্কুল মাঠে জনসভায় অনুব্রত মণ্ডলের সঙ্গে ছিলেন বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অসিত মাল, আউশগ্রামের বিধায়ক অভেদানন্দ থাণ্ডার, আউশগ্রাম ২ ব্লক তৃণমূল নেতা আবদুল লালন সহ আন্যান্যরা।।