এইদিন ওয়েবডেস্ক,নদীয়া,১৩ জুন : বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার কথিত ধর্মনিন্দার প্রতিবাদের নামে নদীয়া জেলার বেথুয়াডহরিতে রবিবার কার্যত তান্ডব চালালো দুষ্কৃতিদল । জানা গেছে,শত শত মানুষ প্রথমে জাতীয় সড়ক-৩৪ অবরোধ করে । পুলিশ জনতাকে লাঠিচার্জ করলে কিছু লোক বেথুয়াডহরি রেলস্টেশনে পৌঁছে সেখানে দাঁড়ানো একটি লোকাল ট্রেনে পাথর ছুড়তে থাকে । দুষ্কৃতীরা ট্রেনটিতে ব্যাপক ভাঙচুর চালায় । রেলের নিরাপত্তাবাহিনী সেখানে পৌঁছতেই দুষ্কৃতীরা হাসপাতালের দিকে ছুটে পালিয়ে যায় । তারপর সেখানে দোকানপাট, বাইক এমনকি গৃহস্থের বাড়িতেও দুষ্কৃতীরা তুমুল ভাঙচুর চালায় বলে অভিযোগ । ভাঙচুরের ঘটনার পর থেকেই বেথুয়াডিহির রেল লাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন,’হাজার খানেক মানুষের একটি দল ট্রেনে পাথর ছুঁড়েছে । আহত হয়েছেন বেশ কয়েকজন । এই মুহূর্তে সেখানে কোনও ট্রেন চলছে না, আমরা রাজ্য সরকারের অনুমতির জন্য অপেক্ষা করছি ।’
এদিকে দুষ্কৃতী তান্ডবের প্রতিবাদে ৭২ ঘন্টার জন্য ব্যবসা বন্ধ রাখার ডাক দিয়েছে বেথুয়াডিহিরি ব্যবসায়ী কল্যাণ সমিতি । ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সমিতির সাধারন সম্পাদক পরিমল ঘোষ একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ‘দুষ্কৃতীদের দ্বারা অসংখ্য দোকান,জনসাধারণের বাড়ি, ব্যবসায়ীদের দোকানের সামনে রাখা অসংখ্য মোটর বাইক ভাঙচুর ও সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে এবং দূর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে গোটা বেথুয়াডিহিরি বাজার ৭২ ঘন্টার জন্য বন্ধ থাকবে ।’ এই সময়ের মধ্যে দুষ্কৃতীদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ব্যবসায়ী সমিতি ।
এদিকে নদীয়ার বেথুয়াডিহিরিতে ভাঙচুরের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন,’প্রতিবাদের নামে তাণ্ডব হল নদিয়া জেলার বেথুয়াডহরিতে। বিক্ষোভকারীদের একটি মিছিল থেকে আসপাশের প্রচুর ঘর বাড়িতে ও দোকানে ব্যাপক ভাঙচুর ও লুঠপাট চালানো হয়। অনেক মোটরসাইকেল ভেঙে দেওয়া হয়।বেথুয়াডহরি স্টেশনে লালগোলাগামী লোকাল ট্রেনে ভাঙচুর চালানোর খবর আজ সারা দেশ প্রত্যক্ষ করেছে। কিন্তু বেথুয়াডহরি বাজারের কাছে রাস্তার পাশের বাড়ি ও দোকানে ভাঙচুরের তীব্রতা এত ছিল যে তার জেরে ৩৪ নম্বর জাতীয়সড়ক সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে । নাকাশিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি।এই সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদে ও দাঙ্গাকারীদের গ্রেপ্তারির দাবি জানিয়ে বেথুয়াডহরি ব্যবসায়ী কল্যাণ সমিতি আগামী ৭২ ঘণ্টার জন্য বেথুয়াডহরি বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আমি সমিতির সদস্য ও কর্মকর্তাগণের এই ন্যায্য দাবিকে পূর্ণ সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিচ্ছি ।’
এদিকে নূপুর শর্মার মন্তব্য প্রসঙ্গে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডাঃ হাসান মাহমুদ সাফ জানিয়ে দিয়েছেন,’এটি বাংলাদেশের কাছে একটি বাহ্যিক সমস্যা। বিষয়টি ভারতের, বাংলাদেশের নয়। আমাদের কিছু বলার দরকার নেই ।’ বাংলাদেশ এই প্রসঙ্গকে গুরুত্ব দিতে রাজি না হলেও উত্তরপ্রদেশে প্রয়াগরাজে দাঙ্গার মাস্টার মাইন্ড মহম্মদ জাভেদের পাশে এসে দাঁড়িয়েছে দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU) । মহম্মদ জাভেদের বাড়িতে ‘বুলডোজার’ চালানোর প্রতিবাদে ছাত্র ইউনিয়ন রবিবার বিশ্ববিদ্যালয়ে একটি মিছিল বের করে ।।