এইদিন ওয়েবডেস্ক,ভোপাল,২৮ ফেব্রুয়ারী : ‘বিপজ্জনক’ সন্ত্রাসবাদী সরফরাজ মেমন ভারতে বড়সড় হামলা চালাতে চীন,পাকিস্তান ও হংকং থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছিল বলে জানতে পেরেছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির (এনআইএ) ।এনআইএ-এর গোপন রিপোর্টের ভিত্তিতে রবিবার রাতে মধ্যপ্রদেশের ইন্দোরের চন্দন নগরের গ্রীন পার্ক কলোনির ফাতমা অ্যাপার্টমেন্ট থেকে সরফরাজের বাবা-মাকে মুম্বাই এটিএস হেফাজতে নিতেই গভীর রাতে নিজেই থানায় পৌঁছে আত্মসমর্পণ করে ওই সন্ত্রাসবাদী । তাকে মুম্বাই অ্যান্টি টেরোরিজম স্কোয়াডও জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে । এর আগে এনআইএ মুম্বাই পুলিশকে মেমন সম্পর্কে সতর্ক থাকতে বলে একটি জরুরি ইমেল পাঠিয়েছিল । সংস্থাটি সরফরাজের আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্টও পাঠিয়েছিল। এনআইএ আরও বলেছে যে মেমন ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক ।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে,মেমন ২০০৭ সালে ইন্দোরের খাজরানায় থাকত । সেই বাড়ি বিক্রি করে চন্দন নগরে চলে আসে । সে প্রায়ই বিভিন্ন দেশে যেত । অনেক রাজ্যেও তার যাতায়ত ছিল । সরফরাজের মোবাইলের দোকান রয়েছে বলে জানা গেছে। বিদেশ থেকে কম দামে মোবাইল কিনে এনে বেশি দামে বিক্রি করত । সে ব্যবসার জন্য হংকং গিয়েছিল এবং যেখানে টানা ১২ বছর বসবাস করেছিল । সরফরাজের পাসপোর্টের তথ্য অনুযায়ী সে মোট বার চীন এবং হংকং গিয়েছিল বলে জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী দল । ২০২০ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার সাথেও জড়িত ছিল সরফরাজ মেমন । যার ভিত্তিতে তার বিরুদ্ধে গুজরাটে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল। তার কিছু বিষয়ে সন্দেহজনক গতিবিধির কারণে মুম্বাই এটিএসকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ।।