এইদিন ওয়েবডেস্ক,রাজস্থান,২৪ জুলাই : সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে । ভিডিওতে দেখা যাচ্ছে দুই ব্যক্তি টেবিলের এক প্রান্তে দাঁড়িয়ে উত্তেজিতভাবে কথা বলছেন । তাদের ভঙ্গিও খুবই আক্রমনাত্মক । অপর প্রান্ত থাকে এক মহিলার ভীত সন্ত্রস্ত কন্ঠস্বর শোনা যাচ্ছে । ওই ব্যক্তিদের দাবি তৃতীয় ভাষা হিসেবে স্কুলে উর্দু চালু করতে হবে । অন্যথায় তারা স্কুলে ‘তালা ঝুলিয়ে দেওয়া হবে’ বলে তারা হুঁশিয়ারি দিচ্ছেন ৷ মহিলাকে এর প্রতিবাদ করতে শোনা যায় ।
সংবাদ মাধ্যম ওপি ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা গেছে, ঘটনাটি কংগ্রেস শাসিত রাজস্থানের বুন্দি জেলার আলোদ গ্রামে অবস্থিত মহাত্মা গান্ধী সরকারি স্কুলের । স্কুলটি ইংরেজি মাধ্যম । আর ওই মহিলা স্কুলের অধ্যক্ষ । আর ওই হুমকির ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২১ জুলাই, ২০২২) । তবে অধ্যক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছেন,তিনি এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেননি, করতেও চাননা । কারন ওই স্কুলেই তাঁকে চাকরি করতে হবে । সুতরাং থানায় অভিযোগ দায়ের করে নিজের বিপদ ডেকে আনতে চাননা তিনি । অধ্যক্ষা বলেন, ‘আমি বিদ্যালয়ে সংস্কৃত চালু করিনি । সরকারী সিলেবাস অনুযায়ী পড়ানো হচ্ছে ।’ যদি উপর থেকে উর্দু চালুর নির্দেশ আসে তবে তিনি তাই করবেন, তবে বর্তমানে তা নয় বলে জানা অধ্যক্ষা । জানা গেছে,ভিডিওটি রাজস্থান পুলিশের হেল্প ডেস্কের নজরে পড়লে তারা বুন্দি পুলিশকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে ।
স্কুল সুত্রে খবর,আলোদ গ্রামের মহাত্মা গান্ধী সরকারি স্কুলটি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় । নবম থেকে দ্বাদশ পর্যন্ত সংস্কৃতের পাশাপাশি উর্দুও রয়েছে,তবে তা বাধ্যতামূলক নয় । একাদশ ও দ্বাদশ শ্রেণীতে এই দুই বিষয় ঐচ্ছিক । স্কুলে উভয়ের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে ।।