কাল রাতে স্বপ্নে তোকে দেখলাম জানিস? অনেকটা পথ দুজনে একসঙ্গে হাঁটলাম হাত ধরে।
কত খুশীতে ভরে ছিল মনটা। কত স্মৃতির পথের এ গলি সে গলি
ঘুরে বেড়ালাম, কতো পুরোনো আলাপচারিতায় ভরে ছিলো রাতটা। জানিস, তুই আমার পছন্দের গোলাপের একটা গুচ্ছ কিনে দিলি আর সেটা হাতে পেয়ে আমার যে কী আনন্দ তা তোকে বোঝাবার জন্য তোকে কী বললাম জানিস?যে কথাটা কোনোদিনও বলে উঠতে পারিনি তোকে, সেটা অক্লেশে বলে ফেললাম।
সেটা কিন্তু লিখলাম না এখানে।
কারণ সেটা একান্তই আমার ব্যাক্তিগত, আর তাই তো তোকে বলতে পারিনি বাস্তবে।যাক সে কথা,
তারপর কি হলো জানিস?
রাস্তার নিয়ন আলোর নিচে দাঁড়িয়ে আকাশের তারা দেখলাম কিছুক্ষণ।
একটা তারা হঠাৎই খসে গেল নীল রঙ থেকে।
তুই বললি,ওটা দেখা নাকি খুব ভালো।
মনের একটা ইচ্ছা পূরণ হয়।
আমি মনে মনে কী চাইলাম জানিস?তোকে।আর ঠিক তখনই অজানা ভয়ে স্বপ্নটা ভেঙে গেল।
ভগবান বড়ো নিষ্ঠুর।
এত সুন্দর যদি স্বপ্ন দিল,তাহলে চিরনিদ্রা দিতেই পারত!
স্বপ্নেই পেতাম তোকে সর্বক্ষণ!
এখন ভাবছি, কী ভুল স্বপ্নই না দেখলাম। আগেও দেখেছি, এখনো সেই একই ভুল।আসলে তোর দেওয়া অবহেলাগুলো যত্ন করে হৃদয়ের কারাগারে শিকল দিয়ে বেঁধে রেখেছি যে!
যাতে তোর অবহেলাগুলো তোর সামনে বেড়িয়ে না পড়ে।
তবুও দেখ! মন কতো অবুঝ! চোখ কত অসহায়! একটাবার দেখার, একটু কথা বলার আশায়!
আসলে তুই
এসব বুঝবি না।
কারণ আমার ভালোবাসা বোঝার মত প্রেমিক মন তোর নেই রে।
ঐ স্বপ্নেই তুই বারবার ঘুরবি আমার সঙ্গে, আর আমার চিন্তারা? তারা–তারা—-থাকনা —-
ইতি
স্বপ্নবিলাসিনী