দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),২৮ ডিসেম্বর : রাস্তার জন্য বেশ কিছু কৃষক ছাড়লেন নিজের নিজের জমির একাংশ । শুধু তাই নয়,নিজেরাই মাটি ফেলে রাস্তা নির্মানে উদ্যোগী হলেন পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম-২ ব্লকের পুবার গ্রামের বাসিন্দারা । গ্রামবাসীদের এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় রামনগর পঞ্চায়েতের উপপ্রধান । তিনি পঞ্চায়েত থেকে অর্থ বরাদ্দ করে রাস্তাটি ভালোভাবে সংস্কারের আশ্বাস দিয়েছেন ।
রামনগর অঞ্চলের পুবার গ্রামটি এলাকার জনবহুল গ্রামগুলির মধ্যে অন্যতম । গ্রামের কিছুটা দুরেই রয়েছে রাজবাঁধ বাসস্ট্যান্ড । যদিও বাসস্ট্যান্ডে যাতায়াতের জন্য দুটি পাকা রাস্তা রয়েছে । তবে সেটি দুর হওয়ায় পুবার মাদ্রাসা মুন্সিপাড়া থেকে রাজবাঁধ পর্যন্ত প্রায় ২০০০ ফুট লম্বা একটি নতুন রাস্তা তৈরি করতে উদ্যোগী হয়েছেন গ্রামবাসীরা । তার জন্য জমির কিছুটা করে অংশ ছাড়তে হয়েছে কৃষকদের । সেই অংশে তাঁরা নিজেরাই মাটি ফেলে যাতায়তের উপযোগী করে গড়ে তুলছেন । সোমবার দেখা গেল জোর কদমে চলছে রাস্তা নির্মানের কাজ ।
পুবার গ্রামের বাসিন্দা আবদুল বারিক,মাসুদ আলমরা বলেন,’গ্রামের যে দুটি রাস্তা রয়েছে সেগুলি দিয়ে বাসস্ট্যান্ড যাতায়াত করতে অনেক সময় লাগে । ফলে মাঠ থেকে ফসল তুলতে গিয়ে পরিবহন বাবদ অনেক খরচ হয়ে যায় । তাই গ্রামবাসীদের সকলের সুবিধার্থে আমরা প্রায় ১২ টি কৃষক পরিবার নিজেদের জমির কিছুটা করে অংশ ছেড়ে দিয়েছি। যাতে আলপথের দুধার বাড়িয়ে একটি যাতায়াতের উপযুক্ত চওড়া রাস্তা হয়। এই রাস্তাটি তৈরি হওয়ার পর মাঠ থেকে ফসল আনতে অনেক সুবিধা হবে ।’
রামনগর পঞ্চায়েতের উপপ্রধান শেখ জিয়াউল হক বলেন,’পুবার গ্রামের অন্য দুটি রাস্তা পঞ্চায়েত থেকে পাকা করে দেওয়া হয়েছে । নতুন রাস্তার জন্যও পঞ্চায়েত থেকে অর্থ বরাদ্দ করা হবে বলে আমরা পঞ্চায়েত থেকে আশ্বাস দিয়েছি ।’।