এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৯ ডিসেম্বর : কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বা (Lashkar-e-Taiba) সন্ত্রাসী তথা নিয়োগকারী হাবিবুল্লাহ ওরফে ভোলা খান ওরফে খান বাবা (Habibullah alias Bhola Khan alias Khan Baba) রবিবার পাকিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম হয়েছে । ভোলা খান ছিলেন পাক সংসদের প্রাক্তন সদস্য দাওয়ার খান কুন্দির(Dawar Khan Kundi) খুড়তুতো ভাই।
সাম্প্রতিক মাসগুলিতে পাকিস্তানে ১৯ জনেরও বেশি মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর একই ধরনের পরিণতি হয়েছে । সর্বশেষ হত্যাকাণ্ডটি হল এলইটি প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের ঘনিষ্ঠ সহযোগী আদনান বেয়ের হত্যা । যাকে করাচিতে কয়েক সপ্তাহ আগে গুলি করে হত্যা করে পালিয়ে যায় অজ্ঞাত বন্দুকধারীরা।
এদিকে অজানা আততায়ীদের দ্বারা বিষক্রিয়ার কারণে ভারতের মোস্ট ওয়ান্টেড পলাতক সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে । সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে দাউদের মৃত্যু হয়েছে এবং তাকে কবরস্থ পর্যন্ত করা হয়েছে । গৃহবন্দী করে রাখা হয়েছে দাউদের সম্বন্ধী প্রাক্তন ক্রিকেটার জাভেদ মিয়াদাদকে । দাউদের হত্যাকাণ্ডের পর পাকিস্তানের ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও দাবি করা হচ্ছে । যদিও এই বিষয়ে পাকিস্তান সরকার এখনো পর্যন্ত কিছু জানায়নি ।
পাকিস্তানে টার্গেট কিলিংয়ের ঘটনা বৃদ্ধির প্রতিক্রিয়ায়, বিদেশ মন্ত্রক (MEA) জোর দিয়েছিল যে ভারতীয় কর্তৃপক্ষের দ্বারা কাঙ্ক্ষিত ব্যক্তিদের ভারতে আইনি ব্যবস্থার মুখোমুখি হওয়ার জন্য প্রত্যর্পণ করা উচিত। এমইএ-র মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন,’অপরাধমূলক এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য ভারত যাদের চেয়েছিল তাদের ভারতে এসে আমাদের আইনি ব্যবস্থার মুখোমুখি হওয়া উচিত। তবে এই বিষয়ে পাকিস্তানের ভূমিকা নিয়ে আমি মন্তব্য করতে পারি না ।’।