নীহারিকা মুখার্জ্জী,কলকাতা,০৪ জুন : ওরা আর পাঁচজন সাধারণ মানুষের মত স্বাভাবিক জীবন যাপন করতে পারেনা। ওদের কেউ মূক, বধির অথবা দৃষ্টিহীন। ওরা মূলত চারদেওয়ালের মধ্যেই আবদ্ধ থাকে। খোলা আকাশের নীচে দাঁড়িয়ে নিজেদের ইচ্ছেমত প্রকৃতির রূপ, রঙ, রস, গন্ধ উপভোগ করার সুযোগ ওরা পায়না। প্রতি মুহূর্তে ওদের দিকে নজর রাখতে হয়। ওরা বিশেষ চাহিদা সম্পন্ন। কিন্তু ওদেরও যে মন আছে, ওরাও নিজেদের মত করেই আনন্দ উপভোগ করতে চায় সেই খবর কেউ রাখেনা। ওদের দরকার একটু উৎসাহ। সম্প্রতি ওদের জন্য দু’দিন ব্যাপী গ্রীষ্মকালীন শিবিরের আয়োজন করে কলকাতার ঠাকুরপুকুর সংলগ্ন টুইঙ্কেল স্টার ওয়েলফেয়ার ট্রাস্ট। প্রায় ৫০ জন শিক্ষার্থী এই শিবিরে অংশগ্রহণ করে এবং নিজেদের মত করে আনন্দ উপভোগ করে।
নিজেদের ক্যাম্পাসের মধ্যে আয়োজিত এই শিবিরে শিক্ষার্থীরা নিজেদের সাধ্যমত সৃষ্টিশীল কাজে মেতে ওঠে। প্রথম দিন ওরা ক্যাম্পাসের মধ্যে বেশ কয়েকটি বৃক্ষরোপণ করে। এছাড়াও জুস মেকিং, নন-ফ্লেমিং কুকিং-স্যান্ডওয়াইচ তৈরি করে। প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি ফটোফ্রেম ও আইসক্রিম স্টিক দিয়ে তৈরি কলমদানি ছিল দেখবার মত। ওদের মনোরঞ্জনের জন্য বিনোদনেরও ব্যবস্থাও ছিল। সংস্থার পক্ষ থেকে দ্বিতীয় দিন ওদের জন্য যাদু প্রদর্শনী, পুতুল নাচ, নৃত্য ও সঙ্গীতের ব্যবস্থা করা হয়।
টুইঙ্কেল স্টার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে সমগ্র শিবিরটি পরিচালনা করেন শিবানী মিত্র, সান্ত্বনা অধিকারী, অনিমা দাস, সুপ্রিয়া ঘোষ, নন্দিতা গুহ, অর্পিতা, বুবুন, সোনা মাল, অমিত, জগস্বনি গাঙ্গুলি, সুদেষ্ণা গাঙ্গুলি, নিতা দাশগুপ্ত, ঝাঙ্কু বারিক, ঝর্ণা, সবিতা প্রমুখ। শিবানী দেবী বললেন,’আমরা আমাদের শিক্ষার্থীদের যতটা সম্ভব আর পাঁচজন স্বাভাবিক মানুষের মত আনন্দ উপভোগ করতে সাহায্য করি। তাইতো বছরের বিভিন্ন সময় ওদের জন্য বিভিন্ন ধরনের শিবিরের আয়োজন করে থাকি। ওদের বাহ্যিক প্রতিক্রিয়া দেখে বোঝা যায় এই ধরনের প্রতিটি শিবির ওদের কাছে যথেষ্ট উপভোগ্য হয়ে ওঠে। আমরা আগামী দিনেও ওদের জন্য আরও নতুন কিছুর আয়োজন করব।’।