এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ এপ্রিল : দেগঙ্গা, মাটিয়া,ইংরেজবাজার এবং বাঁশদ্রোণী- রাজ্যের এই চার জায়গায় ধর্ষণের মামলার তদন্তের ভার আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে তদন্তকারী দলের হাতে দিল কলকাতা হাইকোর্ট । প্রসঙ্গত,নদিয়ার হাঁসখালির ১৪ বছরের কিশোরীর ধর্ষণের ফলে মৃত্যুর ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে । তারপরেও একের পর এক ধর্ষণের ঘটনা ঘটে যাচ্ছে । ফলে রাজ্যের আইনশৃঙ্খলা ও মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছে বিরোধী দলগুলি । দেগঙ্গা, মাটিয়া,ইংরেজবাজার এবং বাঁশদ্রোণীর ধর্ষণ কান্ডের তদন্তের ভার দময়ন্তী সেনের হাতে দেওয়ার জন্য হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয় । মঙ্গলবার তার শুনানি ছিল । মামলাকারীর আবেদনে সায় দিয়ে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানিয়ে দেন, আইপিএস অফিসার দময়ন্তী সেনের নেতৃত্বে বিশেষ দল গঠন করে রাজ্যের সমস্ত ধর্ষণ মামলার তদারকি করা হবে ।
উল্লেখ্য,২০১২ সালে পার্ক স্ট্রিট গণধর্ষণ মামলায় তদন্তভার ছিল দময়ন্তী সেনের হাতে । কিন্তু এই মামলাকে কেন্দ্র করে রাজ্য সরকারের সঙ্গে তাঁর মতভেদের সৃষ্টি হয় । আর এর পরেই তাঁকে বদলি করে দেওয়া হয় । পরে ফের তাঁকে কলকাতা পুলিশে ফিরিয়ে আনা হয় । বর্তমানে তিনি কলকাতা পুলিশের স্পেশ্যাল কমিশনার পদে রয়েছেন ।
তাই তার ব্যস্ততার কারন দেখিয়ে রাজ্যের তরফ থেকে অন্য এক পুলিশ আধিকারিকের নাম প্রস্তাব করেন অ্যাডভোকেট জেনারেল সৌম্যেন্দ্রনাথ মুখোপাধ্যায় । তবে প্রধান বিচারপতি দময়ন্তী সেনের নেতৃত্বেই কমিটি গঠনের কথা জানিয়ে বলেন, ‘ওনার কোনও আপত্তি থাকলে আগামী ২০ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন আদালতে জানাতে পারবেন ।’।