এইদিন ওয়েবডেস্ক,শিমোগা,২৭ ডিসেম্বর : হিন্দুদের উপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবহার করার জন্য বাড়িতে ধারালো অস্ত্র রাখার পরামর্শ দিলেন মধ্যপ্রদেশের বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর । রবিবার শিমোগায় অনুষ্ঠিত হিন্দু জাগরণ ফোরামের সম্মেলনে বক্তৃতাকালে তিনি বলেন,’যারা আমাদের মর্যাদাকে আক্রমণ করে তাদের জবাব দেওয়ার অধিকার হিন্দুদের রয়েছে। তাদের জিহাদের ঐতিহ্য আছে,আর কিছু না হলে লাভ জিহাদ। প্রেম করলেও তাতে জিহাদ করে। আমরাও (হিন্দুরাও) ভালোবাসি। আমরাও ভগবানকে ভালোবাসি… একজন সন্ন্যাসী তার ঈশ্বরকে ভালোবাসেন ।’ তিনি বলেন,’যারা লাভ জিহাদ করছে তাদের একই ভাষায় উত্তর দিন । নিজেদের মেয়েদের সুরক্ষিত রাখুন । নিজেদের মেয়েদের সংস্কার দিন । বাড়িতে অস্ত্র রাখুন । কিছু না হলেও শব্জি কাটার ছুরি অন্তত রাখুন, স্পষ্ট বলছি । আমাদের বাড়িতেও শব্জি কাটার অস্ত্র থাকা দরকার ।’ শিমোগার বজরং দলের কর্মী হর্ষ সহ হিন্দু কর্মীদের হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন,’ওরা চাকু দিয়ে আমাদের হর্ষকে কুপিয়েছিল । ওরা আমাদের হিন্দু বীর ভাজপা,বজরংদল, যুব মোর্চার কর্মীদের কুপিয়েছে,কেটেছে । তো আমরাও কি শব্জি কাটার চাকুতে শান দিয়ে রাখবো ? কখন কি পরিস্থিতির সৃষ্টি হয় বলা যায় না । শব্জি ভালোভাবে কাটলে তা দিয়ে শত্রুর মুখ আর মাথা ভালোভাবে কাটা যাবে ।’
সাধ্বী প্রজ্ঞা আরও বলেন,’এই পৃথিবীতে সমস্ত অত্যাচারী এবং পাপীদের শেষ করার জন্য ঈশ্বর একজন সন্ন্যাসীকে সৃষ্টি করেছিলেন। নইলে ভালোবাসার প্রকৃত সংজ্ঞা টিকে থাকবে না ।’।খ্রিস্টান মিশনারিতে ছেলেমেয়েদের পড়াশোনা করানোর বিরোধিতা করে তিনি বলেন,’আপনি যদি আপনার সন্তানদের খ্রিস্টান মিশনারি প্রতিষ্ঠানে পাঠান, তাহলে আপনার ঠাঁই বৃদ্ধাশ্রমে হবে । আপনার সন্তান আপনার হবে না কারণ তারা স্বার্থপর হবে। আপনার সন্তানদের বাড়িতে সংস্কৃতি শেখান যাতে তারা বুঝতে পারে এই দেশ আমাদের, এই সংস্কৃতি আমাদের এবং হিন্দু ধর্ম আমাদের। আপনার বাড়িতে পুজো করুন, ধর্ম এবং শাস্ত্র সম্পর্কে পড়ুন এবং আপনার সন্তানদের আমাদের সংস্কৃতি এবং মূল্যবোধ সম্পর্কে জানতে শেখান ।’
জনসংখ্যা নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে তিনি বলেছিলেন যে ‘হিন্দু রাষ্ট্র’ তৈরি হলে মানুষ খুশি হবে ।
পরে সম্মেলন শেষে হর্ষের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন সাধ্বী প্রজ্ঞা । তিনি সাংবাদিকদের বলেন,প্রত্যেক হিন্দু হর্ষের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। শহীদদের পরিবার একা নয়। তাদের মনোবল বাড়াতে এখানে এসেছি।’ তিনি বলেন, সরকার সন্ত্রাসবাদীদের শাস্তি দেবে ।।