দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৯ জুলাই : নেপালে আয়োজিত আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা থেকে ৪ টি স্বর্ণপদক ছিনিয়ে আনলেন পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার অবসরপ্রাপ্ত শিক্ষক অজয় কুমার মণ্ডল । বছর তেষট্টির অজয় বাবু ব্যক্তিগত ৩ ইভেন্টে ৩ টি সোনা এবং যুগ্মভাবে একটি সোনা জিতেছেন । ইতিপূর্বে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তিনি বহু পদক জিতেছেন । সেই কারনে কাটোয়ায় তাঁকে এক ডাকে সকলে চেনেন । শুক্রবার রাতে তিনি নেপাল থেকে বাড়ি ফেরার পর আজ শনিবার বহু মানুষ তাঁর বাড়িতে এসে শুভেচ্ছা জানিয়ে গেছেন ।
কাটোয়ার করজগ্রামে গ্রামের বাড়ি অজয় মণ্ডলের । তবে তিনি কাটোয়া শহরে বসবাস করেন । বাড়িতে রয়েছেন তাঁর স্ত্রী লক্ষ্মী দেবী ও এক ছেলে অরিজিৎ । কাটোয়ার কোশীগ্রাম ইউনিয়ন ইন্সটিটিউশনের শারীরশিক্ষা বিষয়ে শিক্ষকতা করতেন অজয়বাবু । বছর তিনেক আগে তিনি অবসর নেন । শিক্ষকতা করার সময় থেকেই তিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরের দৌড় প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করে আসছিলেন । ইন্দোনেশিয়া, মালেশিয়া, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে গেছেন তিনি । পেয়েছেন নজরকাড়া সাফল্য ।
অবসর গ্রহনের পরেও তিনি বাড়িতে বসে থাকেননি । বিগত তিন বছরে তিনি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন । সম্প্রতি প্রতিবেশী রাষ্ট্র নেপালে আয়োজিত হয় ‘নেপাল ইন্টারন্যাশানাল গেম চ্যাম্পিয়নশিপ ২০২৩’ । নেপালের পোখরা রঙ্গসালাস স্টেডিয়ামে গত ২৩ থেকে ২৬ জুলাই, এই চারদিন ধরে প্রতিযোগিতা চলে । কাটোয়ার অজয় কুমার মণ্ডল ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ছুটে গিয়েছিলেন নেপাল । ৬০ থেকে ৬৫ বছরের ৪০০ মিটার, ৮০০ মিটার এবং ১৫০০ মিটার ইভেন্টে তিনি প্রথম হন । এছাড়া রিলে রেস প্রতিযোগিতায় যুগ্মভাবে তিনি প্রথম হয়েছেন । নেপাল, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ভুটান প্রভৃতি দেশ থেকে প্রায় ১৩০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন বলে জানা গেছে।।