প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,০৮ জুন : বজ্রপাতে মৃত বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে পরিবার সদস্যদের হাতে সরকারী ২ লক্ষ টাকা আর্থিক সহায়তার চেক তুলে দিলেন তৃণমূল বিধায়ক।এমনই রাজনৈতিক সৌজন্যতা চাক্ষুষ করে পূর্ব বর্ধমানের কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগকে সাধুবাদ জানিয়েছেন অনুখাল পঞ্চায়েতের ভবানন্দপুর গ্রামের বাসিন্দার।বিপদের দিনে বিধায়ক বাড়িতে হাজির হয়ে সরকারী আর্থিক সহায়তার চেক পৌছে দেওয়ায় কৃতজ্ঞতা জানাতে ভোলেনি মৃতর পরিবার।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবানন্দপুর গ্রাম নিবাসী বেচারাম সাঁতরা পেশায় ছিলেন খেতমজুর।তাঁর পরিবার বিজেপি পার্টি করে। গত রবিবার বিকালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হলে বেচারাম বাবু মাঠে থাকা তাঁদের পোষ্য গরু আনতে যান । সেইসময় বজ্রাপাতে তাঁর মৃত্যু হয়।এদিন দুপুরে মৃত ব্যক্তির বাড়িতে পৌছে যান এলাকার বিধায়ক দেবপ্রসাদ বাগ ,পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা কপ্টি সহ অন্য জনপ্রতিনিধিরা । তাঁরা মৃত বেচারাম সাঁতরার স্ত্রী পূর্ণিমা সাঁতরার হাতে ২ লক্ষ টাকার চেক তুলে দেন ।সরকারী সাহায্য পেয়ে পূর্ণিমা সাঁতরা বলেন, “তাঁদের পরিবার খুবই গরীব।বিপদের দিনে রাজ্য সরকার তাঁদের পরিবারের পাশে দাঁড়ালো।তাই রাজ্য সরকারকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন ।’
বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময়ে দলের কর্মীদের মানুষের পাশে থাকার কথা বলেন । উন্নয়নে আর মানুষের পাশে দাঁড়ানোর বিষয়ে কোন সময়ে রাজনীতির রঙ দেখে না । নেত্রীর নির্দেশিত পথে হেঁটেই এদিন আমি নিজে বেচারাম সাঁতরার বাড়িতে গিয়ে তাঁর স্ত্রীর হাতে সরকারী আর্থিক সহায়তার চেক তুলে দিয়ে এলাম ।’ পাশাপাশি পরিবারটির পাশে থাকার আশ্বাসও দিয়ে এসেছেন বিধায়ক ।।