এইদিন ওয়েবডেস্ক,লখনউ,১৪ মে : সোমবার সকালে উত্তরপ্রদেশের জৌনপুর জেলা সদর সড়কে অবস্থিত ইমরানগঞ্জ বাজারে ৪৮ বছর বয়সী হিন্দু নেতা ও একটি টিভি চ্যানেলের সাংবাদিক আশুতোষ শ্রীবাস্তবকে গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ড ঘটিয়ে এপাচি বাইকে চড়ে দুই মুখোশধারী ঘাতক পালিয়ে যায় । গরু পাচার বন্ধ করার জন্য তিনি একের পর এক প্রতিবেদন প্রকাশ করে যাচ্ছিলেন । সেই আক্রোশেই গরু পাচারকারীরা তাকে হত্যা করেছে বলে মনে করা হচ্ছে ।
জানা গেছে,সোমবার সকাল সাড়ে ৯ টা নাগাদ আশুতোষ শ্রীবাস্তব তার বুলেট বাইকে চড়ে বাড়ি থেকে উশরাহাটা গ্রামে আয়োজিত লোকসভা নির্বাচনী প্রচার কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন। বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে তিনি ইমরানগঞ্জ বাজারে এলে বাইক থামানোর পর আশুতোষ শ্রীবাস্তব মোবাইলে কারও সঙ্গে কথা বলতে শুরু করেন । সেই সময় একটি অ্যাপাচি বাইকে চড়ে আসা দুই মুখোশধারী দুর্বৃত্ত এসে আধুনিক অস্ত্র (নাইন এমএম পিস্তল) দিয়ে তাকে লক্ষ্য করে গুলি চালায়। বুকে ও পেটে চারটি গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে যান তিনি আশুতোষ শ্রীবাস্তব । হামলাকারীরা পালিয়ে যায় । এ ঘটনায় বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট হঠাৎ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে আশুতোষকে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে আসেন। চিকিৎসকরা তাকে দেখেই মৃত ঘোষণা করেন । ঘটনাস্থল থেকে ৯ এমএম পিস্তলের খোসা ও কার্তুজ পাওয়া যায় বলে জানা গেছে ।
সবরহাদ গ্রামের বাসিন্দা আশুতোষ শ্রীবাস্তব সাংবাদিকতা করার পাশাপাশি বিশ্ব হিন্দু পরিষদ ও বিজেপির সঙ্গেও যুক্ত ছিলেন। তিনি গরু পাচার বন্ধ করার জন্য এবং একজন আর টি আই কর্মী হিসেবেও পরিচিত ছিলেন। তিনি গ্রামের রামলীলা কমিটির সভাপতিও ছিলেন । হত্যাকাণ্ডের খবর পাওয়া মাত্রই জৌনপুর সংসদীয় আসনের বিজেপি প্রার্থী কৃপাশঙ্কর সিং এবং আঞ্চলিক বিধায়ক রমেশ সিং হাসপাতালে পৌঁছেছেন। প্রচুর মানুষ হাসপাতালে জড়ো হয়ে সড়ক অবরোধ করে মৃতদেহ জেসি চকে নিয়ে যাওয়ার চেষ্টা করে । পুলিশ আধিকারিকরা কোনওরকমে তাদের শান্ত করে থামিয়ে দেন।
জৌনপুর পুলিশ সুপার ডাঃ অজয়পাল শর্মা বলেছেন, ‘প্রাথমিকভাবে এটি পারস্পরিক শত্রুতার বিষয় বলে মনে হচ্ছে। নিহতদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। খুনিদের ধরতে পাঁচটি টিম গঠন করা হয়েছে। কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে, যেই দোষী প্রমাণিত হবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।’।