এইদিন ওয়েবডেস্ক,কুপওয়ারা,১৬ জুন : শুক্রবার জম্মু-কাশ্মীরের কুপওয়ারা (Kupwara) জেলার এলওসির জুমাগুন্ড (Jumagund) এলাকায় এনকাউন্টারে পাঁচ পাকিস্তানি সন্ত্রাসবাদীকে খতম করল যৌথবাহিনী । ওই সন্ত্রাসবাদীরা ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছিল । সেই সময় জম্মু-কাশ্মীর পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে এই পাঁচ সন্ত্রাসী খতম হয় ।
জানা গেছে,গোপন সূত্র থেকে খবর পেয়ে এদিন সেনাবাহিনী এবং জম্মু ও কাশ্মীর পুলিশ জুমাগুন্ড এলাকায় অভিযান চালায় । ওই সন্ত্রাসবাদীদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী । তখন পালানোর কোনো উপায় না দেখে তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে । পালটা গুলিতে ৫ জনেই খতম হয় । এর আগে বৃহস্পতিবারও জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানি সন্ত্রাসবাদীরা ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল । তবে ভারতীয় সেনার তৎপরতায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় । তবে উদ্ধার হয় প্রচুর পরিমাণে গোলাবারুদ এবং অস্ত্র । এছাড়া পাকিস্তানে তৈরি অনেক ওষুধও উদ্ধার করা হয়েছে ।।