এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৯ জুন : নবী মহম্মদকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের মাঝেই ভারত সফরে এলেন ইরানের বিদেশমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান (Hossein Amirabdollahian) । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে বুধবার একপ্রস্থ বৈঠকও করেছেন । বৈঠক শেষে প্রধানমন্ত্রী মোদি টুইট করেছেন,’ভারত ও ইরানের মধ্যে বহু প্রাচীন সভ্যতাগত সম্পর্কের আরও বিকাশের বিষয়ে ফলপ্রসূ আলোচনার জন্য বিদেশমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত । আমাদের সম্পর্ক পারস্পরিকভাবে উভয় দেশকে উপকৃত করেছে এবং আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধি বৃদ্ধি করেছে।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আফগানিস্তান, ইউক্রেন এবং অন্যান্য আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে হুসেইন আমির আবদুল্লাহিয়ানের সাথে আলোচনা করেন। পাশাপাশি তিনি ব্যবসা, স্বাস্থ্য, জনগণের মধ্যে যোগাযোগসহ একাধিক দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেন । বৈঠকের পর বিদেশমন্ত্রী জয়শঙ্কর টুইট করেছেন, ‘ইরানের বিদেশমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের সাথে বিভিন্ন বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। আমরা ব্যবসা,যোগাযোগ, স্বাস্থ্য প্রভৃতি দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করেছি । আফগানিস্তান, ইউক্রেন, জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন (জেসিপিওএ) সহ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে মতবিনিময় হয়েছে । নাগরিক ও বাণিজ্যিক বিষয়ে অভিন্ন আইনি সহায়তার জন্য দুই পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে ।’
প্রসঙ্গত,নবী মহম্মদ সম্পর্কে বিজেপির দুই প্রাক্তন নেতার বিতর্কিত মন্তব্যের পর আরব দেশগুলির তীব্র প্রতিক্রিয়ার পরে এই প্রথম অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের সদস্য দেশের কোনো একজন বরিষ্ঠ মন্ত্রীর ভারত সফর । আবদুল্লাহ এমন সময়ে ভারত সফরে এলেন যখন ইরান, কুয়েত,কাতা সহ বিভিন্ন ইসলামিক রাষ্ট্র ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে দুই প্রাক্তন বিজেপি নেতার কথিত ধর্মনিন্দার প্রতিবাদ জানিয়েছিল । তবে ইরানের বিদেশমন্ত্রীর বর্তমান ভারত সফরে ধর্মনিন্দার বিষয়টি উত্থাপন হয়নি বলে খবর । ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘ইরানের বিদেশমন্ত্রীর ভারত সফর দুই দেশের মধ্যে গভীর ঐতিহাসিক সম্পর্ককে আরও জোরদার করবে।’।