এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১৮ মে : “শয়তান উপাসনার” অভিযোগে তেহরান থেকে ৩ ইউরোপীয়সহ ২৬১ জনকে গ্রেপ্তার করেছে ইরানি পুলিশ । শুক্রবার তাসনিম নিউজ এজেন্সি, ইরানের পুলিশ ইনফরমেশন সেন্টারের উদ্ধৃতি দিয়ে বলেছে,তেহরানের শাহরিয়ার জেলা থেকে ২৬১ জনের একটি দলকে গ্রেপ্তারের খবর দিয়েছে, যাদের মধ্যে তিনজন ইউরোপীয় নাগরিক অন্তর্ভুক্ত রয়েছে ।এই ব্যক্তিদের বিরুদ্ধে একটি শয়তানবাদী নেটওয়ার্ক চালানো এবং “শয়তানবাদ, অশ্লীলতা এবং নগ্নতার সংস্কৃতি” প্রচার করার অভিযোগ তোলা হয়েছে। তবে ধৃত ৩ ইউরোপীয় কোন দেশের নাগরিক তা স্পষ্ট নয়।
পুলিশের ঘোষণায় বলা হয়েছে,এই নেটওয়ার্কের সদস্যরা, যাদের মধ্যে ইউরোপীয় ও ইরানি নাগরিকদের বেশ কয়েকটি সংগঠিত সদস্য ছিল, তারা গত রাতে ফারাজা গোয়েন্দা সংস্থার একটি প্রযুক্তিগত এবং বিশেষায়িত অভিযানের সময় শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে ।
গ্রেফতারকৃতদের মধ্যে ১৪৬ জন পুরুষ এবং ১১৫ জন মহিলা রয়েছে যাদের পোশাকে “শয়তানের উপাসনার” বিশেষ চিহ্ন ছিল। গ্রেফতারকৃতদের ফাইল ইরানের বিচার ব্যবস্থায় পাঠানো হয়েছে। এই প্রথম তেহরানে শয়তানবাদ প্রচারের অভিযোগে কোনো দলকে গ্রেপ্তার করা হলো । অনুমান করা হচ্ছে যে ইরানের শাসকের নিপিড়নের হাত থেকে রেহাই পেতে ধৃত ব্যক্তিরা নিরুপায় হয়ে “শয়তান উপাসনার” আয়োজন করেছিল ।।