এইদিন স্পোর্টস নিউজ,০২ মে : আইপিএল ২০২৪ টুর্নামেন্টে ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে ৭ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংস । চেন্নাইয়ের চেপাউক স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাঞ্জাব। প্রথমে ব্যাটিং শুরু করা চেন্নাই ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে ।ঋতুরাজ গায়কওয়াদ ৬২ ও অজিঙ্কা রাহানে ২৯ রান করেন। পাঞ্জাবের হয়ে হারপ্রীত ব্রার ও রাহুল চাহার ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন কাগিসো রাবাদা ও আরশদীপ সিং। মহেন্দ্র সিং ধোনি শেষ বলে রান আউট হন, এই মৌসুমে এটি তার প্রথম আউট।
চেন্নাইয়ের দেওয়া ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাঞ্জাবের শুরুটা খারাপ হয়েছিল। প্রভাসিমরন ১৩ রান করে আউট হন। এরপর রাইলি রুসো ও জনি বেয়ারস্টো ভালো জুটি গড়েন। দুজনেই সাবধানে খেলে দলকে নিয়ে যান একশোর কাছাকাছি। বেয়ারস্টো ৪৬ রান এবং রিলি রুসো ৪৩ রান করেন।
এরপর অধিনায়ক স্যাম কুরানের অপরাজিত ২৬ ও শশাঙ্ক সিংয়ের অপরাজিত ২৫ রানে পাঞ্জাব ১৭.৫ ওভারে ১৬৩ রান করে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় । চেন্নাই দলের তিন বোলার একটি করে উইকেট নেন ।।