এইদিন স্পোর্টস নিউজ,৩০ এপ্রিল : ব্যাটে-বলে অলরাউন্ডিং পারফরম্যান্স দেখিয়ে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয়ী হল কলকাতা নাইট রাইডার্স । সোমবার রাতে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে শ্রেয়াস আইয়ারের দল জিতল সাত উইকেটে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমে এটা কলকাতার নয় ম্যাচে এটি ষষ্ঠ জয়। অন্যদিকে ১১ ম্যাচের ছয়টিতেই হারল দিল্লি। দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ সেরা হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুন চক্রবর্তী । চার ওভারে ১৬ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এই লেগ স্পিনার।
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৫৩ রান তোলে দিল্লি। জবাবে তিন উইকেট হারিয়ে ২১ বল হাতে রেখে সহজ জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স । ব্যাটিংয়ে নামা দিল্লি ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের বেশ কয়েকজনই আউট হয়েছেন উইকেটে থিতু হওয়ার পর। নয় নম্বরে নেমে দলীয় সর্বোচ্চ ২৬ বলে ৩৫ রান করেন কুলদীপ যাদব। ইনিংসে পাঁচটি চার ও একটি ছক্কা মেরেছেন তিনি।
এ ছাড়া পৃ্থ্বি শ ১৩, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক ১২, অভিষেক পোরেল ১৮, অধিনায়ক ঋষভ পন্থ ২৭ ও অক্ষর প্যাটেল ১৫ রান করেন। কলকাতার বোলারদের মধ্যে সবচেয়ে সফল বরুন। দিল্লিকে অল্প রানে আটকাতে তার অবদানই ছিল মূখ্য। এছাড়া বৈভব আরোরা ও হার্শিত রানা দুটি করে উইকেট নেন।
সহজ লক্ষ্যে হেসেখেলেই পৌঁছে যায় কলকাতা। উদ্বোধনী জুটিতে ছয় ওভারে ৭৯ রান করে তারা। জুটিতে চালকের আসনে ছিলেন ওপেনার ফিলিপ সল্ট । তিনি ৩৩ বলে সাতটি চার ও পাঁচটি ছক্কায় ৬৮ রান করেন । তার সঙ্গী সুনিল নারাইন ১০ বলে ১৫ রানে আউট হন। রিংকু সিং ১১ বলে ফেরেন ১১ রান করে । পরে ম্যাচ জয়ের আনুষ্ঠানিকতা সারেন দুই আইয়ার। অধিনায়ক শ্রেয়াস আইয়ার ২৩ বলে ৩৩ এবং ভেঙ্কাটেশ আইয়ার ২৩ বলে ২৬ রানে অপরাজিত থাকেন। দিল্লির পক্ষে ২৫ রানে দুই উইকেট নেন অক্ষর। একটি উইকেট নেন লিজাড উইলিয়ামস ।
পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে কলকাতা দল। যেখানে দলের ৯ ম্যাচে ১২ পয়েন্ট আছে । দিল্লি ১১ ম্যাচে 10 ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে।।