এইদিন স্পোর্টস নিউজ,২০ মে : আইপিএল ২০২৪-এর ১৭ তম আসরের শেষ লিগ ম্যাচটি ছিল কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস-এর মধ্যে । কিন্তু অবিরাম বৃষ্টির কারনে ম্যাচটি বাতিল হয়ে গেছে । ম্যাচটি বাতিল হওয়ায় উভয় দলকে একটি করে পয়েন্ট দেওয়া হয়েছে । সেই অনুযায়ী, কলকাতা ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং রাজস্থান রয়্যালস তৃতীয় তৃতীয় স্থানে নেমে গেছে ।
রবিবার রাতে আসামের গুয়াহাটিতে শেষ লিগ ম্যাচের খেলা ছিল । কিন্তু অবিরাম বৃষ্টির কারনে খেলা শুরুই হয়নি৷ রাত ১০টার দিকে বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থেমে যাওয়ায় ডাকওয়ার্থ নিয়ম অনুযায়ী ম্যাচটি ৭ ওভারের মধ্যে সীমাবদ্ধ করা হয় এবং টসও হয়। কেকেআর টস জিতে ফিল্ডিং বেছে নেয়। খেলোয়াড়রা যখন মাঠে নামতে চলেছে, তখন আবার বৃষ্টি শুরু হয়। তাই আম্পায়াররা শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল ঘোষণা করেন।
এখন রাজস্থান তৃতীয় স্থানে নেমে যাওয়ার পর এলিমিনেটর ম্যাচে তারা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখোমুখি হবে । আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। পরপর ৬ টি ম্যাচ জিতে এবং প্লে অফে প্রবেশ করায়, আরসিবি এলিমিনেটর ম্যাচটিও জেতার এবং পরবর্তী স্তরে এগিয়ে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী । মঙ্গলবার (২১ মে) প্রথম কোয়ালিফায়ারে হায়দরাবাদ মুখোমুখি হবে কেকেআরের। এই ম্যাচটি হবে আহমেদাবাদে ।।

