এইদিন স্পোর্টস নিউজ,২৬ এপ্রিল : চলতি আইপিএল মরশুমে ৮ টি ম্যাচের মধ্যে মাত্র ১ টি ম্যাচ জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) । পয়েন্ট টেবিলে তাদের স্থান একেবারে নিচে । টানা পরাজয়ের পর অবশেষে জয়ের মুখ দেখল আরসিবি । বৃ্হস্পতিবার রাতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচে ৩৫ রানে জিতেছে তারা ।
হায়দ্রাবাদে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । বিরাট কোহলির ৫১ এবং রজত পতিদারের ৫০ এর সহায়তায়, আরসিবি নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে। আরসিবির হয়ে ফাফ ডুপ্লেসিস ২৫ ও ক্যামেরন গ্রিন ৩৭ রান করেন। হায়দরাবাদের হয়ে জয়দেব উনাদকাট ৩ টি ও নটরাজন ২টি উইকেট নেন।
আরসিবি-র দেওয়া ২০৭ রানের লক্ষ্য সামনে রেখে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদ দল প্রথমেই ধাক্কা খায় । আউট হয়ে যান বিস্ফোরক ব্যাটসম্যান ট্রাভিস হেড। তার উইকেট নেন জ্যাকস। এরপর মার্করাম ৭ রান, নীতীশ রেড্ডি ১৩ রান করে আউট হন। শাহবাদ আহমেদ একাই লড়ে অপরাজিত ৪০ রান করেন। কিন্তু দল জিততে পারেনি । প্যাট কামিন্স ৩১, ভুবনেশ্বর কুমার ১৩ ও জয়দেব উনাদকাট অপরাজিত ৮ রান করেন। অবশেষে, হায়দ্রাবাদ দল নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭১ তুলতে সক্ষম হয় এবং ৩৫ রানে আরসিবির কাছে আত্মসমর্পণ করে। চলতি টুর্নামেন্টে, আরসিবি ৯ ম্যাচের মধ্যে মাত্র ২ টি ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে রয়েছে।।