এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,৩০ মে : আইপিএল ২০২৩-এ চ্যাম্পিয়ন হল চেন্নাই সুপার কিংস ৷ গুজরাটের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটানসের মধ্যে আইপিএল ২০২৩-এর ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় । চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। গুজরাট টাইটান্স ২০ ওভারে ২১৪ রান করে যার মধ্যে সাই সুদর্শন করেন ৯৬ রান । ২১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ করতে হয় চেন্নাই সুপার কিংসকে। পরে ম্যাচ শুরু হয় ১২টা ১০ মিনিটে । চেন্নাই ১৫ ওভারে ১৭২ রানের লক্ষ্য পায় । অবশেষে নির্ধারিত ১৫ ওভারে ১৭২ রান করে ৫ উইকেটে জয় পায় চেন্নাই ।
চেন্নাইয়ের হয়ে রুতুরাজ গাইরওয়াদ ২৬ রান করেন এবং ডেভান কনওয়ে ৪৬ রান করেন। শিবম দুবে ২৬ রান করেন এবং আঞ্জিক্য রাহানে ২৭ রান করেন। শেষ ম্যাচ খেলা আম্বাতি রায়ডু ১৯ রান করেন । অন্যদিকে প্রথম বলেই আউট হয়ে ভক্তদের হতাশ করেন ধোনি ।অবশেষে জয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলেন রবীন্দ্র জাদেজা ও দুবে। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ১৩ রান। এই পর্যায়ে বোলিং করতে নামা মোহিত শর্মা শক্ত বোলিং আক্রমণ শুরু করেন। প্রথম ৪ বলে মাত্র ৩ রান দিয়ে চাপে ফেলে দেন তিনি। কিন্তু পঞ্চম বলে ছক্কা হাঁকান জাদেজা । তারপর শেষ বলে, জয়ের জন্য যখন ৪ রানের প্রয়োজন ছিল, জাড্ডু শর্ট ফাইন করার জন্য মোহিতের বলে ফুল টস মারেন এবং বাউন্ডারি পান ।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী,আইপিএল ২০২৩-এ মোট ৪৬.৫ কোটি টাকা প্রাইজমানি হিসেবে দেওয়া হবে। অরেঞ্জ ক্যাপ এবং পার্পল ক্যাপ বিজয়ীরা পাবেন ১৫ লাখ টাকা এবং টুর্নামেন্টের উদীয়মান খেলোয়াড় ২০ লাখ টাকা পাবেন। এই মৌসুমের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়কে পুরস্কার হিসেবে দেওয়া হবে ১২ লাখ টাকা । ফাইনালে ম্যাচের সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা ।
গুজরাট টাইটানসের প্রথম একাদশ :-
হার্দিক পান্ড্য (অধিনায়ক),ঋদ্ধিমান সাহা (সহ অধিনায়ক), শুভমান গিল, সাই সুদর্শন, বিজয় শঙ্কর, ডেভিড মিলার, রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, মোহিত শর্মা, নূর আহমেদ, মহম্মদ শামি ।
চেন্নাই সুপার কিংসের প্রথম একাদশ :-
এমএস ধোনি (অধিনায়ক/উইকেটরক্ষক), ঋতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মঈন আলি, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, দীপক চাহার, মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে, মহেশ তিক্ষানা ।।