এইদিন ওয়েবডেস্ক,টোকিও,৩০ আগস্ট : টোকিও প্যারালিম্পিক্সে প্রথম স্বর্ণ পদক ভারতের । ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিং SH-1-এ ইতিহাস সৃষ্টি করলেন অবনী লেখারা (Avani Lekhara) । তিনিই প্রথম ভারতীয় মহিলা, যিনি প্যারালিম্পিক্সে সোনা জিতলেন । ১৯ বছরের অবনী ২৪৯.৬ পয়েন্ট পেয়ে প্যারালিম্পিক্সে দেশকে প্রথম সোনা এনে দিলেন ।
তাঁর এই তাঁর সাফল্যে টুইট করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি লিখেছেন, ‘অসাধারণ পারফরম্যান্স অবনী লেখারা । কঠোর পরিশ্রম লব্ধ এই স্বর্ণ পদকের জেতার জন্য তোমায় অসংখ্য অভিনন্দন । তোমার পরিশ্রমী প্রকৃতি ও শুটিংয়ের প্রতি আবেগের জন্যই আজ এটা সম্ভব হয়েছে ৷ ভারতীয় ক্রীড়া জগতের কাছে সত্যই এটা গর্বের মুহূর্ত । তোমার ভবিষ্যতের প্রচেষ্টার জন্য শুভকামনা জানাই ।’
পাশাপাশি ভারতের যোগেশ কাঠুনিয়া পুরুষদের এফ-৫৬ ডিস্কাস থ্রো ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন । পুরুষদের জ্যাভেলিনে দেবেন্দ্র ঝাজারিয়া রৌপ্য পদক জিততে সক্ষম হন । অন্যদিকে সুন্দর সিং গুর্জর ব্রোঞ্জ পদক জিতেছেন । এই দু’জন খেলোয়াড়ই এফ-৪৬ বিভাগে পদক জিতেছেন ।
দেবেন্দ্র ৬৪.৩৫ মিটার বর্ষা নিক্ষেপ করেছিলেন । অন্যদিকে সুন্দর সিং গুর্জর ৬৪ মিটার বর্ষা নিক্ষেপ করে রৌপ্য পদক জিততে সক্ষম হয়েছেন । পঞ্চম দিনটি ভারতের পক্ষে সফলতম দিন ছিল । এই দিনটতে তিনজন ভারতীয় ক্রীড়াবিদ পদক জিততে সক্ষম হন ।
এদিকে ভারতের স্বরূপ উনহালকার পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে পৌঁছে গেছেন । স্বরূপ সপ্তম স্থানে রয়েছেন । এবার আরও একটা স্বর্ণ পদকের আশায় রয়েছে ভারতবাসী ।।