এইদিন ওয়েবডেস্ক,ওমান,০৩ জুন : ওমানের (Oman) সালালায় (Salalah)পুরুষদের জুনিয়র এশিয়া কাপ-২০২৩ এর ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হল ভারত । ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক হয়ে উঠেছিল টিম ইন্ডিয়া । ম্যাচের ১২ মিনিটের মাথায় অঙ্গদ বীর সিং এবং ২০ তম মিনিটে অরাইজিৎ সিং হুন্দাল ওই গোল দুটি করে । অন্যদিকে ভারতের গোলরক্ষক শশিকুমার মোহিত হোন্নেনাহাল্লির (Shashikumar Mohith Honnenahalli) কিছু অসামান্য সেভ পুরো ম্যাচে ভারতকে এগিয়ে রাখে । বিজয়ী দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘আমাদের জুনিয়র পুরুষ হকি দলকে পুরুষদের জুনিয়র এশিয়া কাপে তাদের দুর্দান্ত জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। তাদের বিজয় আমাদের তরুণদের ক্রমবর্ধমান প্রতিভা এবং সংকল্পকে প্রতিফলিত করে। তারা ভারতকে অনেক গর্বিত করেছে ।’
এই জয়ের সাথে ভারত পুরুষদের জুনিয়র এশিয়া কাপে সর্বোচ্চ সংখ্যক শিরোপা জয়ের নতুন রেকর্ড তৈরি করেছে । এর আগে ২০০৪,২০০৮ এবং ২০১৫ সালে শিরোপা জিতেছিল, যেখানে পাকিস্তান ১৯৮৮, ১৯৯২ এবং ১৯৯৬ সালে টুর্নামেন্ট জিতেছিল ।।