এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,০৭ জুন : ‘ইন্ডি জোট প্রথমে ধীরে ধীরে ডুবছিল, এরপর থেকে ওরা দ্রুত গতিতে গর্তে ডুববে’- আজ শুক্রবার এনডিএর পার্লামেন্টারি পার্টির মিটিং-এ এমনই ভবিষ্যৎবাণী করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এবারের লোকসভা ভোটে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি । তবে এনডিএ জোট ম্যাজিক ফিগার ২৭২ অতিক্রম করেছে । এনিয়ে কংগ্রেস, তৃণমূল কংগ্রেসসহ ইন্ডি জোট বিজেপিকে বারবার নিশানা করে যাচ্ছে । এমনকি তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পদত্যাগ করার পরামর্শ পর্যন্ত দিচ্ছে । দুই প্রধান জোট শরিক নিতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে দল ভাঙিয়ে নিয়ে গিয়ে নরেন্দ্র মোদীর সরকার গঠন আটকাতে পুরোদমে চেষ্টা করেছিল৷ কিন্তু তারা ব্যর্থ হয় । বিরোধী ইন্ডি জোটের এই প্রকার আচরণের কড়া প্রতক্রিয়া জানিয়েছেন নরেন্দ্র মোদী ।
তিনি বলেছেন,’না আমরা আগে কখনো হেরেছি, না আমরা এখন হেরেছি । কিন্তু চার তারিখের পর আমাদের যে আচরণ ছিল, আমাদের সেই আচরণ প্রমাণ করে যে আমরা বিজয়কে হজম করতে জানি । আমাদের এমনই সংস্কার যে বিজয়ী হওয়ার পর আমরা উন্মত্ত হয়ে পড়ি না । আর পরাজিত লোকেদের প্রতি উপহাস করার মতো সংস্কার আমাদের নেই । আমরা বিজয়কে হজম করি এবং পরাজিতক উপহাস করার বিকৃতি আমারা পালন করিনা, এটাই আমাদের সংস্কার । কোনো কিশোরকে জিজ্ঞেস করুন যে লোকসভা ভোটের আগে সরকার কাদের ছিল? বলবে এনডিএ । ২০২৪ সালের ফলাফ ঘোষণার পর সরকার কার হল ? বলবে এনডিএ । তাহলে হারালাম কোথায়, ভাই ? প্রথমে এনডিএ ছিল, আজও এনডিএ আছে, কাল ও এনডিএ থাকবে।’
প্রধানমন্ত্রী কংগ্রেসকে আক্রমণ করে বলেন,’আপনারা ভাবুন, দশ সাল পরেও কংগ্রেস একশোর গণ্ডি অতিক্রম করতে পারেনি । যদি ২০১৪, ২০১৯ এবং ২০২৪-এই এই তিন নির্বাচনকে মিলে কংগ্রেসের মোট আসন সংখ্যা যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন তারা ওই তিন নির্বাচনে মোট যত আসন পেয়েছিল এই নির্বাচনে আমরা তত আসন পেয়েছি । আর আমি কষ্ট দেখতে পাচ্ছি,ইন্ডিবালা কল্পনাও করতে পারছে না, প্রথমে তো ওরা ধীরে ধীরে ডুবছিল, এখন দ্রুত গতিতে এরা গর্তে ঢুকবে ।’ এদিন প্রধানমন্ত্রী বক্তব্য রাখার সময় “মোদী মোদী” শ্লোগান ওঠে ।।