দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০১ জানুয়ারী : মেলার কর্তৃত্ব কার হাতে থাকবে না নিয়ে বচসার জেরে সংঘর্ষে জড়াল দুই পক্ষের লোকজন । শুক্রবার রাতে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পানোয়া গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পরে দু’তরফেই এনিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয় । অভিযোগের ভিত্তিতে উভয়পক্ষের পক্ষের ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ লালন, কাজী সিরাজ, জাপান শেখ ও শেখ রুবেল । ধৃতরা প্রত্যেকেই পানোয়া গ্রামের বাসিন্দা । ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পাঠানো হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে,বাংলার মাঘ মাসে প্রতিবছর উরস উপলক্ষ্যে মেলা হয় পানোয়া গ্রামে । মেলা পরিচালনার জন্য কমিটি করে গ্রামবাসী ৷ এবছরে কমিটি গঠনের জন্য তোড়জোড় চলছিল । এনিয়ে আলোচনায় বসার জন্য দিন ঠিক করে ফেলে পুরনো মেলা কমিটির লোকজন । আলোচনার জন্য ডেকে শুক্রবার বিকেলে এনিয়ে তাঁরা প্রচার করছিলেন । আর ঠিক সেই সময় অন্যপক্ষের সঙ্গে তাঁদের বচসা থেকে হাতাহাতি বেধে যায় । যদিও খবর পেয়ে ঠিক সময়ে পুলিশ চলে যাওয়ায় পরিস্থিতি বেশি দূর গড়ায়নি ।।