এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৯ মে : কিছুদিন আগে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে নিজের দোকানঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছিলেন বছর সাতাশের এক যুবক । ওই ঘটনায় এক দম্পতিকে গ্রেফতার করল ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃত দম্পতির নাম আদর শেখ ও সাজেলা বিবি । তাঁদের বাড়ি ভাতারের কাপশোর গ্রামে । শুক্রবার রাতে গ্রেফতারের পর শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পাঠানো হয় । ধৃতদের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে বলে জানা গেছে । যদিও ধৃত দম্পতির দাবি, তাঁদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে ।
মৃত যুবকের নাম শেখ মকবুল ইসলাম ভাতারের বেলেণ্ডা গ্রামের বাসিন্দা ওই যুবকের বাড়িতে রয়েছেন স্ত্রী ও বছর চারেকের একটি সন্তান । ভাতার বাজারে হকার্স মার্কেটের পাশে একটি মার্কেট কমপ্লেক্সে দোকান ছিল মকবুলের । গত ২৯ জানুয়ারি সকালে নিজের দোকানের মধ্যেই সিলিং ফ্যান থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে ভাতার থানার পুলিশ । এই ঘটনায় সাজেলা বিবি ও তাঁর স্বামী আদর শেখের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে মৃত যুবকের পরিবারের লোকজন । শেখ মকবুল ইসলামের দোকানের পাশেই টেলারের দোকান চালাতেন ওই দম্পতি ।
মৃত যুবকের পরিবারের দাবি,পাশাপাশি দোকান হওয়ার সুবাদে সাজেলা বিবির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল মকবুল । এনিয়ে প্রায়ই বাড়িতে অশান্তি হত । শেষে সে নিজের ভুল বুঝতে পেরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইছিল । কিন্তু সাজেলা বিবি ও তাঁর স্বামী চাইছিল না মকবুল স্বাভাবিক জীবনে ফিরে আসুক । তাই ওই দম্পতি মকবুলকে ব্লাকমেল করতে শুরু করেছিল বলে অভিযোগ । আর সেই চাপ সহ্য না করতে পেরেই শেষ পর্যন্ত সে আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয় বলে দাবি মৃত যুবকের পরিবারের লোকজনের ।
জানা গেছে,ওই যুবকের মৃত্যুর পর এনিয়ে তাঁর পরিবারের তরফ থেকে ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় । অভিযোগে দায়েরের পর থেকেই পুলিশ অভিযুক্ত দম্পতির সন্ধান চালাতে শুরু করে । কিন্তু তাঁদের হদিশ পাওয়া যাচ্ছিল না বলে পুলিশ সুত্রে খবর । শেষে গোপন সুত্রে খবর পেয়ে শুক্রবার রাতে বাড়ি থেকে ওই দম্পতিকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ ।।