অভিষেক চৌধুরী,পূর্ব বর্ধমান,১৮ ফেব্রুয়ারী : সরস্বতী পূজোর আবহে হাতে তৈরি গহনার চাহিদা তুঙ্গে কালনায় । মেয়েরা বিভিন্ন ডিজাইনের শাড়ির সাথে ম্যাচ করে নিজের মনের মতো করে বানিয়ে নিচ্ছেন গয়না । পিছিয়ে নেই ছেলেরাও । এদিকে কাজের চাপে দম ফেলার ফুরসৎ নেই গয়না শিল্পীদের ।
সময় পাল্টেছে । সেই সঙ্গে পাল্টেছে মানুষের পছন্দ । সবাই চায় বিশেষ দিনে বিশেষভাবে সাজগোজ করতে । ভিড়ের মাঝে নিজেকে আকর্ষনীয় করে তোলার লক্ষ্য সবার । তাই সোনা রূপো ছাড়িয়ে এখন সবার পছন্দ হ্যান্ড মেড গয়না । কারন চিরাচরিত গহনার থেকে এগুলি দেখতেও যেমন সুন্দর তেমনই আকর্ষণীয় । প্রত্যেকটি ডিসজাইনও হয় এক্সুসিভ । গত কয়েক বছর ধরে হ্যান্ডমেড গয়নার চাহিদা বেড়েছে রমরমিয়ে । বর্তমানে সরস্বতী পূজোর আবহে সেই চাহিদা এখন তুঙ্গে ।
টেরাকোটা, ডোকরা, কাপড়, চট -সহ বিভিন্ন জিনিস দিয়ে মনের মতো গয়না বানাচ্ছেন গয়না শিল্পীরা । দম ফেলার সময় নেই তাঁদের ।
এমনই জানালেন ত্রিপুরা নিবাসী পশ্চিমবঙ্গের গয়না শিল্পী সুকন্যা ঘোষ । তিনি বলেন, ” হাতে বানানো গয়নার চাহিদা দিন দিন বাড়ছে। এগুলি দামে কম আর দেখতেও সুন্দর হয়। মানুষ নিজের পছনের থিম অনুযায়ী গয়না অতি অল্পদামে বানিয়ে নিতে পারেন।ফলে গহনার জোগান দিতে গিয়ে দিন রাত এক করে কাজ করে যাচ্ছি । শুধু ত্রিপুরার বিভিন্ন জায়গাই নয়,পশ্চিমবঙ্গের নানা জায়গা যেমন কালনা, মন্তেশ্বর, হাওড়া, কলকাতা, হুগলি, এমনকি ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি থেকে অনলাইনে কেনাকাটা করছেন সবাই । শুধু অর্ডার করলেন হল । ক্যুরিয়ার এর মাধ্যমে সেগুলি পৌঁছে দেওয়া হচ্ছে সঠিক গন্তব্যে ।”
তিনি আরো জানান, শিল্পকার দিয়ে বানানো বিভিন্ন বাদ্যযন্ত্র গয়না হিসাবে সরস্বতী পুজোয় পছন্দ করছেন মহিলারা। এছাড়াও আরো বিভিন্ন রকমের গয়না পছন্দ তাদের।
সুকন্যাদেবীর কথায়, ” শুধু মহিলারাই নন পুরুষরাও কিনছেন বিভিন্ন গয়না।এখনকার পুরুষরাও সাজগোজ নিয়ে যথেষ্ট সচেতন। পাঞ্জাবির সাথে মানানসই ব্রোচ, আংটি পছন্দ করছেন বর্তমান প্রজন্মের পুরুষরা ।’।