এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ ডিসেম্বর : আবাসনের বারান্দা ভেঙে পড়ল নিচের একটি দোকানের উপর । তার জেরে জখম হল ৩ জন । রবিবার ঘটনাটি ঘটেছে কলকাতার বেহালা থানা এলাকার বেহালা-ডায়মন্ডহারবার রোড সংলগ্ন শিমুলতলা বাজারে । স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করে । তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে ।
শিমুলতলা বাজারের পাশেই রয়েছে ওই আবাসনটি । পাঁচতলা আবাসনটি প্রায় ২৫ বছর আগে আবাসনটি নির্মান করা হয়েছিল বলে জানা গেছে । স্থানীয় সুত্রে জানা গেছে, এদিন চারতলার বারান্দায় কয়েকজন কাজ করতে উঠেছিলেন । স্থানীয়দের অভিযোগ,ওই লোকজন কাজ করার সময় উপর থেকে অল্প অল্প ইঁট খসে পড়ছিল । তখন আবাসনের বাসিন্দাদের বিষয়টি জানানো হয় । কিন্তু তাঁরা কোনও গুরুত্ব দেননি । তার ঠিক দু’তিন ঘন্টা পড়েই ঘটনাটি ঘটে ।
জানা গেছে,চারতলা বারান্দায় কাজ করার সময় বারান্দার একাংশের দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে নিচে পরে । পাশাপাশি কাজ করছিলেন তাঁদের মধ্যে দু’জন দেওয়ালের সঙ্গে নিচে এসে পড়েন ।
জানা গেছে, নিচে এক শব্জি বিক্রেতার করগেটের ছাউনি দেওয়া দোকানঘর রয়েছে । বারান্দার একাংশ সমেত ওই দু’জন সোজা ওই দোকানের করগেটের ছাউনির উপর এসে পড়েন । শব্জি বিক্রেতাসহ তিনজনেই আহত হন । স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে যায় বেহালা থানার পুলিশ ।।