এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ জুন : নির্বাচনী প্রচারে বিজেপি-সিপিএম ‘সেটিং তত্ত্ব’-এর কথা শুনিয়েছিল তৃণমূল । পালটা সিপিএমকে তৃণমূলের ‘বি টিম’ বলে নিশানা করেছিল বিজেপি । কিন্তু ভোটের ফলাফল বের হওয়ার পর বাস্তবে দেখা গেছে যে প্রতিষ্ঠান বিরোধী ভোট কেটে রাজ্যের অন্তত ১২ আসনে ‘নিজের নাক কেটে বিজেপির যাত্রাভঙ্গ’ করেছে সিপিএম । আর ওই আসনগুলির মধ্যে রয়েছে বর্ধমান-দুর্গাপুর,বর্ধমান পূর্ব, আসানসোল, আরামবাগ,মেদিনীপুর, বাঁকুড়া,কৃষ্ণনগর,ব্যারাকপুর, দমদম, হুগলি,শ্রীরামপুর,যাদবপুর প্রভৃতি ।
★ বর্ধমান-দুর্গাপুর :-বর্ধমান-দুর্গাপুর আসনে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের কাছে ১,৩৭, ৯৮১ ভোটে পরাজিত হয়েছেন । এখানে সিপিএমের সুকৃতি ঘোষালের প্রাপ্য ভোট ১,৫৩,৮২৯ ।
★ বর্ধমান পূর্ব আসনের বিজেপি প্রার্থী অসীম কুমার সরকার তার প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী ডঃ শর্মিলা সরকারের কাছে ১,৬০,৫৭২ ভোটে পরাজিত হয়েছেন । যেখানে সিপিএম প্রার্থী নীরব খান পেয়েছেন ১,৭৬,৮৯৯ ভোট ।
★ আরামবাগ আসন : বিজেপি পরাজিত হয়েছে ৬,৩৯৯ ভোটে । এখানে সিপিএমের প্রাপ্ত ভোট ৯২,৫০২ । নোটায় ভোট পড়েছে ১৮,০৩১ টি ।
★ মেদিনীপুর আসন : এই আসনে বিজেপিকে ২৭,১৯১ ভোটে পরাজিত করেছে তৃণমূল । এখানে সিপিএম পেয়েছে ৫৭,৭৮৫ ভোট । ১২,৪২৪ ভোট পড়েছে নোটায়৷
★ বাঁকুড়া আসন : এখানে তৃণমূলের কাছে বিজেপি হেরেছে ৩২,৭৭৮ ভোটে । সিপিএমের প্রাপ্ত ভোট ১,০৫,৩৫৯ ।
★ কৃষ্ণনগর আসন : তৃণমূল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে হারিয়েছে ৫৬,৭০৫ ভোটে । এখানে ১,০৫,৩৫৯ ভোট পেয়েছে সিপিএম ।
★ ব্যারাকপুর আসনে : এখানে ৬৪,৪৩৮ ভোটে তৃণমূলের কাছে পরাজিত হয়েছে বিজেপি । যেখানে সিপিএমের প্রাপ্য ভোট ১,০৯,৫৬৪ ।
★ আসানসোল আসন : তৃণমূলের কাছে ৬৯,৫৬৪ ভোটে হেরেছে বিজেপি । যেখানে আসানসোলে ১,০৫,৯৬৪ ভোট পেয়েছে সিপিএম ।
★ দমদম আসন : দমদমে ৭০,৬৬০ ভোটে তৃণমূল প্রার্থীর কাছে পরাজয় স্বীকার করতে হয়েছে বিজেপিকে । যেখানে সিপিএমের প্রাপ্য ভোট ২,৪০,৭৮৪ ।
★ হুগলি আসন : এই আসনে তৃণমূলের কাছে ৭৬,৮৫৩ ভোটে হেরেছে বিজেপি । যেখানে সিপিএম পেয়েছে ২,৪০,৭৮৪ ভোট ।
★ শ্রীরামপুর আসন : এখানে তৃণমূল প্রার্থী পেয়েছে ৬,৭৩,৯৭০ ভোট । বিজেপি পেয়েছে ৪,৯৯,১৪০ ভোট । পরাজয়ের ব্যবধান ১,৭৪,৮৩০ ভোট । যেখানে সিপিএমের প্রাপ্য ভোট ২,৩৯,১৪৬ ।
★ যাদবপুর আসন : এই আসনে তৃণমূল পেয়েছে ৭,১৭,৮৯৯ ভোট । বিজেপির ভোট ৪,৫৯,৬৯৮ । বিজেপি পরাজিত হয়েছে ২,৫৮,২০১ ভোটে । এখানে সিপিএম পেয়েছে ২,৫৮,৭১২ ভোট । অনান্যরা পেয়েছে ৩৯,৪২৩ ভোট ।
তবে শুধু সিপিএম নয়,কোনো কোনো আসনে নোটা ও অনান্যদের খাতে বিপুল ভোট পড়ায় তৃণমূলের জয়ের রাস্তাকে আরও মসৃণ করে দিয়েছে । তার মধ্যে উল্লেখযোগ্য আসন হল বর্ধমান-দুর্গাপুর । এখানে অনান্যরা পেয়েছে ২২,৯৯৬ ভোট এবং নোটায় পড়েছে ২১,৫৯৫ ভোট ।
বর্ধমান পূর্ব আসনে অনান্যদের ঝুলিতে পড়েছে ২৭,৬৮২ ভোট এবং নোটায় ১২,৬৯৭ ভোট পড়েছে।
বাঁকুড়ায় অনান্যরা পেয়েছে ৬৫,২৫৮ ভোট এবং নোটায় পড়েছে ২৬,২০৯ ভোট ।
দমদমে অনান্যদের ঝুলিতে ২১,৪৩০ এবং নোটায় ১১,৩৩৪ ভোট পড়েছে ।
কোচবিহার আসনে তৃণমূল প্রার্থী পেয়েছে ৭,৮৮,৩৭৫ ভোট । বিজেপির প্রাপ্য ভোট ৭,৪৯,১২৫ ভোট । পরাজয়ের ব্যবধান ৩৯,২৫০ ভোট। যেখানে সিপিএমে ৩০,২৬৭, কংগ্রেসে ১০,৬৭৯, অনান্য ২৯,০৩৯ এবং নোটায় ১৫,৫৬৩ ভোট পড়েছে ।।