সত্য কথাই কলির তপস্যা । সত্যকে আঁট করে ধরে থাকলে ভগবান লাভ হয় । সত্যে আঁট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট নয় । আমি এই ভেবে,যদি কখনও বলে ফেলি যে বাহ্যে যাব,যদি বাহ্যে নাও পায় তবুও একবার গাড়ুটা সঙ্গে নিয়ে ঝাউ তলার দিকে যাই । ভয় এই – পাছে সত্যের আঁট যায় । আমার এই অবস্থার পর মা’কে ফুল হাতে করে বলেছিলাম, ‘মা’ এই নাও তোমার জ্ঞান,এই নাও তোমার অজ্ঞান,এই নাও তোমার অশুচি,আমায় শুদ্ধাভক্তি দাও মা ; এই নাও তোমার ভাল, এই নাও তোমার মন্দ, ,আমায় শুদ্ধাভক্তি দাও মা ; এই নাও তোমার পূণ্য, এই নাও তোমার পাপ, ,আমায় শুদ্ধাভক্তি দাও । যখন এইসব বলছিলাম, তখন একথা বলতে পারি নাই, ‘মা’ ! এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য ।’ সব মা’কে দিতে পারলুম, ‘সত্য’ মা’কে দিতে পারলুম না ।
কথামৃত - ১/৮/১