প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,১৪ মে : পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের থানার কাইগ্রামের গৃহবধূ চম্পা মণ্ডলকে পুড়িয়ে মারার অভিযোগে মৃতার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ । শুক্রবার ভোরে বাড়ি থেকেই পুলিশ তাঁদের গ্রেপ্তার করে । এদিনই ধৃতদের পেশ করা হয় কাটোয়া মহকুমা আদালতে ।বিচারক বধূর স্বামী অক্ষয় মণ্ডলের ৭ দিনের পুলিশি হেপাজত এবং শ্বশুর ও শাশুড়িকে জেল হেপাজতে পাঠনোর নির্দেশ দিয়েছেন বিচারক ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,মন্তেশ্বর থানার কাইগ্রামের শ্বশুর বাড়িতেই গৃহবধূ চম্পা মণ্ডল মঙ্গলবার অগ্নিদগ্ধ হয়।তারপর তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।বুধবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়।বধূর মৃত্যুর পরেই মন্তেশ্বরের ঘোড়াডাঙা নিবাসী তাঁর বাবার বাড়ির লোকজন মন্তেশ্বর থানায় বধূকে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করেন।
বধূর বাবার বাড়ির লোকজন পুলিশকে জানান,আট বছর আগে মেয়ের বিয়ে হয়।বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁদের মেয়ে চম্পার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করে ।গত মঙ্গলবার দুপুরে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।এরপরেই গায়ে আগুন লাগিয়ে চম্পাকে পুড়িয়ে মেরে দেওয়া হয়।পুলিশ জানিয়েছে , বধূর বাবার বাড়ির লোকজন জামাই সহ শ্বশুর বাড়ির সাতজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে । তার ভিত্তিতে খুনের মামলা রুজু করে বধূর স্বামী শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে । পুলিশ জানিয়েছে বাকি অভিযুক্তদের সন্ধান চালানো হচ্ছে ।।