এইদিন ওয়েবডেস্ক ,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৮ মে : পরকীয়ার সম্পর্কের জেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার বনকাপাসি গ্রামের এক গৃহবধু ও বধুর প্রতিবেশী এক যুবক । মৃতদের নাম রিয়া মাজি(২৫) ও প্রদীপ মাজি (২৮) । শনিবার সকালে বাড়ি থেকেই তাঁদের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ । পরে দেহদুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বনকাপাসি গ্রামের দক্ষিণ পাড়ায় শ্বশুরবাড়ি রিয়া মাজির । রিয়াদেবীর স্বামী টোটোচালক । তাঁদের ৪ বছরের একটি কন্যাসন্তান রয়েছে । অন্যদিকে রিয়াদেবীর শ্বশুরবাড়ির পাশেই বাড়ি প্রদীপ মাজির । তিনি ট্রাক্টর চালকের কাজ করতেন । বছর তিনেক আগে বিয়ে হয়েছিল প্রদীপের । কিন্তু বিয়ের একমাসের মধ্যেই স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায় । আর তখন থেকেই রিয়া মাঝির সঙ্গে প্রদীপের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে খবর,মাস দেড়েক আগে রিয়া মাঝির শ্বশুরবাড়ির লোকজন দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন । এনিয়ে দুই পরিবারের মধ্যে অশান্তি হয় । বসে শালিসীসভা । শেষে শালিসীসভায় সিদ্ধান্ত হয় উভয়ের পরিবারের স্বার্থে দু’জনা কেউ কারোর সঙ্গে সম্পর্ক রাখবে না । এনিয়ে প্রতিশ্রুতি আদায় করে নেওয়া হয় রিয়া মাঝি ও প্রদীপ মাজির কাছ থেকে । তারপর থেকে তাঁদের দু’জনকে সেভাবে এক সঙ্গে দেখা যেত না । কিন্তু এদিন সকালে শ্বশুরবাড়ির একটি ঘরে রিয়া মাঝির ঝুলন্ত দেহটি দেখতে পান তাঁর পরিবারের লোকজন । অন্যদিকে নিজের শোবার ঘরেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন প্রদীপ মাজি ।
সম্পর্কে বাধা পাওয়ার জন্যই দু’জনে আত্মঘাতী হয়েছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । যদিও এনিয়ে এদিন বিকেল পর্যন্ত থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে । পুলিশ দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করেছে ।।