এইদিন ওয়েবডেস্ক,আগরতলা,০২ ডিসেম্বর : বেসরকারি হাসপাতালের পর এবার হোটেলের দরজা বাংলাদেশিদের জন্য সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হল । আজ সোমবার আগরতলায় একটা হোটেলে অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশনের একটা জরুরি বৈঠকে বসে । ওই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় । বৈঠকে উপস্থিত ছিলেন অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশনের সভাপতি সুমিত সাহা, সাধারণ সম্পাদক সৈকত বন্দ্যোপাধ্যায়, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ পালসহ রাজ্যের হোটেল মালিকরা ।
একটি প্রেস বিজ্ঞপ্তিতে অল ত্রিপুরা হোটেল এন্ড রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশন জানিয়েছে,’আমরা ধর্মনিরপেক্ষ দেশ। সব ধর্মের প্রতি আমাদের সম্মান আছে।কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশে, ভারতের জাতীয় পতাকার অবমাননা বা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি এক শ্রেণীর উগ্র জনগণ তীব্র অত্যাচার করছে। আগেও হতো। কিন্তু এখনকার মত নয়। বর্তমান পরিস্থিতি ভীষণ উদ্বেগের। আমাদের রাজ্যে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে আগত নাগরিকদের আমরা অতিধির সম্মান দিয়ে থাকি, সেখানে বাংলাদেশের এক শ্রেণীর নাগরিকদের সে দেশের সংখ্যালঘুদের প্রতি এমন আচরণ নিন্দনীয়। আজ অল ত্রিপুরা হোটেল এবং রেস্টুরেন্ট ওনার্স এসোসিয়েশন হোটেল সোনারতরীতে অনুষ্ঠিত এক জরুরী সভায় সর্ব সম্মত ভাবে সিদ্ধান্ত নিয়েছে আজ অর্থাৎ 02/12/2024 ইং থেকেই সাময়িক ভাবে আমাদের রাজ্যে আগত বাংলাদেশি নাগরিকরা কোন ধরনের হোটেল পরিষেবা পাবেন না।’।