এইদিন ওয়েবডেস্ক,পুঞ্চ(জম্মু-কাশ্মীর),০১ আগস্ট : জম্মু-কাশ্মীরের পুঞ্চে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুল মুজাহিদিন (এইচএম) এর একজন সক্রিয় সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে রোমিও ফোর্সের রাষ্ট্রীয় রাইফেল । গত ৩০ জুলাই পুঞ্চের মাগনার (Magnar) এলাকা থেকে সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেল ইউনিট, পুঞ্চ পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) সাথে যৌথ অভিযান চালিয়ে মোহাম্মদ খলিল (Mohammed Khalil)নামে চিহ্নিত ওই সন্ত্রাসীকে পাকড়াও করা হয় । সেনাবাহিনীর একটি বিবৃতিতে জানিয়েছে,সন্ত্রাসীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। তারা ওই সন্ত্রাসবাদীর মোবাইলে পাকিস্তানে অবস্থিত একটি সক্রিয় হোয়াটসঅ্যাপ নম্বরও খুঁজে পেয়েছে, যার মাধ্যমে একজন পাকিস্তানি হ্যান্ডলার মোহাম্মদ খলিলকে উপত্যকায় নাশকতার দায়িত্ব দেওয়া হয়েছিল।
ধৃত সন্ত্রাসী পুলিশ হেফাজতে রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে । কর্মকর্তাদের মতে, অভিযুক্তকে এলাকা সম্পর্কে তথ্য সংগ্রহ করা এবং সন্ত্রাসীদের এক স্থান থেকে অন্য অবস্থানে গাইড করার মতো কাজ দেওয়া হয়েছিল।
এদিকে, বিজেপি সাংসদ প্রদীপ কুমার সিংয়ের প্রশ্নের জবাবে এমএইচএর পক্ষে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই নিম্নকক্ষে একটি লিখিত উত্তর জমা দিয়েছিলেন যাতে ইঙ্গিত করে যে জম্মু ও কাশ্মীরে আগের বছরের তুলনায় সন্ত্রাস ঘটনার সংখ্যা হ্রাস পেয়েছে । তথ্যে উল্লেখ করা হয়েছে যে চলতি বছরের ২১ শে জুলাই পর্যন্ত মোট ১৪ জন নিরাপত্তা কর্মী এবং ১৪ জন বেসামরিক লোক নিহত হয়েছে । যেখানে গত বছর ৪৬ টি সন্ত্রাসী-সূচিত ঘটনা এবং ৪৮ টি এনকাউন্টার বা কাউন্টার টেরোরিস্ট অপারেশনে মৃতের সংখ্যা ছিল ৪৪ (৩০ জন নিরাপত্তাকর্মী এবং ১৪ জন বেসামরিক নাগরিক)। তথ্য অনুসারে,২০১৮ সালে জম্মু-কাশ্মীরে ২২৮ টি সন্ত্রাসী-সূচিত ঘটনা এবং ১৮৯ টি এনকাউন্টার বা সন্ত্রাসবিরোধী অভিযানে ১৪৬ 1জন (৯১ জন নিরাপত্তা কর্মী এবং ৫৫ জন বেসামরিক নাগরিক) নিহত হয়েছিল ।।