এইদিন ওয়েবডেস্ক,নদিয়া,০২ জুন : শেষ দফার ভোটপর্ব মিটতেই নদিয়ার কালীগঞ্জের দেবগ্রামের চাঁদপুর এলাকায় এক বিজেপি কর্মীর মুন্ডহীন গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে । মৃতকে হাফিজুল শেখ বলে চিহ্নিত করেছে পুলিশ । এই নৃশংস হত্যাকাণ্ডে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি । পুলিশ দেহ উদ্ধার করতে দেহ আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । আজ রবিবার সকাল পর্যন্ত পুলিশ মৃতের মুন্ড উদ্ধার করতে পারেনি বলে জানা গেছে । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায় । মৃতের দাদা জয়নুদ্দিন মোল্লা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
জয়নুদ্দিন মোল্লার কথায়,তিনি ও তার ভাই হাফিজুল শেখ আগে সিপিএম করতেন । বিগত পঞ্চায়েত ভোটের পর তারা বিজেপিতে যোগদান করেন । লোকসভা নির্বাচনের আগে হাফিজুলের নেতৃত্বে প্রচুর মুসলিম বিজেপিতে যোগ দিয়েছিল । সেই আক্রোশেই তৃণমূলের দুষ্কৃতীরা তার ভাইকে নৃসংশভাবে খুন করেছে বলে তিনি দাবি করেছেন।
তিনি বলেন,’আমার ভাই ক্যারাম খেলছিল । সেই সময় একই গ্রামের বাসিন্দা কাসেম, সহজ, নাসিল, সব্বুর, আলি, বান্টু নামে তৃণমূলের ১০-১২ জন দুষ্কৃতীদের দল সেখানে আসে । কাসেম আমার ভাইকে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায় । তারপর সবার সামনে আমার ভাইয়ের মুন্ড কেটে নিয়ে চলে যায় তারা ।’ তার আরও অভিযোগ,’ভাইকে নৃশংসভাবে খুনের পর ওই সমস্ত দুষ্কৃতীরা ভাইয়ের বাড়ির সামনে বোমাবাজি করে ।’ যদিও অভিযোগ প্রসঙ্গে এখনো তৃণমূল কংগ্রেসের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি । মৃতের পরিবারের তরফে এনিয়ে কালীগঞ্জ থানার ১০-১২ জনের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর রজু করা হয়েছে । তবে এখনো পর্যন্ত কোনো গ্রেফতারির খবর নেই বলে জানা গেছে ।।