শ্যামসুন্দর ঘোষ,মেমারি(পূর্ব বর্ধমান),২১ জুলাই : পূর্ব বর্ধমান জেলার মেমারিতে যাত্রীবাহী বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে । দূর্ঘটনাটি ঘটেছে আজ দুপুর ১ টা নাগাদ মেমারির কদমপুকুর দমকল অফিসের কাছে । দূর্ঘটনায় বাস ও লরির চালক গুরুতর আহত হয় । আহত হয়েছে বাসের বেশ কয়েকজন যাত্রীও । আহতদের মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এদিকে দুর্ঘটনার পর স্পীড ব্রেকারের দাবিতে পথ অবরোধ শুরু করে স্থানীয় বাসিন্দারা । অবরোধের জেরে বেশ কিছুক্ষণ যানচলাচল ব্যহত হয় । পরে মেমারি থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয় ।
স্থানীয় সূত্রে জানা গেছে,আজ দুপুরে যাত্রীবাহী বাসটি সাতগেছিয়া থেকে মেমারির দিকে আসছিল । লরিটি মেমারির দিক থেকে সাতগেছিয়া যাচ্ছিল । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাস ও লরির গতিবেগ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল । যেকারনে পরস্পরকে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাস ও লরির চালক এবং মুখোমুখি সংঘর্ষ হয় । সংঘর্ষ এতটা জোরে হয় যে লরির ডানদিক এবং বাসের বামদিক কার্যত তালগোল পাকিয়ে যায় । গুরুতর আহত হয় দুই গাড়ির চালক । প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধার করে । পরে পুলিশ তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় ।
স্থানীয়দের অভিযোগ,বেপরোয়া গতির কারনে এলাকায় বারবার দুর্ঘটনা ঘটছে । সেকারণে রাস্তায় স্পীড ব্রেকার নির্মানের জন্য প্রশাসনের কাছে একাধিকবার আবেদন জানানো হয়েছিল । কিন্তু প্রশাসনের টনক নড়েনি । আজ বাস ও লরির সংঘর্ষের প্রবল ঝাঁকুনিতে বেশ কয়েকজন বাসযাত্রীও আহত হয়, তবে তাদের কারোরই আঘাত বিশেষ গুরুতর ছিল না বলে জানা গেছে ।।